পাকিস্তানের বন্যা কবলিত দক্ষিণ পাঞ্জাব প্রদেশের মুলতানে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) মুলতান জেলায় তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়, তবে বেশিরভাগ যাত্রীই বেঁচে গেছেন।
শনিবার পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদের শেয়ার করা পরিসংখ্যান অনুসারে, রাভি, শতদ্রু এবং চেনাব নদীর বন্যায় ৪ হাজার ১০০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
১৫ লাখেরও বেশি প্রাণীকে স্থানন্তরিত করার জন্য ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২টি পশুচিকিৎসা পোস্ট স্থাপন করা হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, জুন থেকে পাকিস্তানে মৌসুমি বন্যায় প্রায় ৯০০ জন নিহত হয়েছে।
মুলতান থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার বলেন, বন্যার কারণে এই অঞ্চলের গ্রামগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘মানুষ তাদের জিনিসপত্র ছেড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। বেশিরভাগ মানুষের কোনও সুরক্ষা নেই। হাজার হাজার একর জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। আম বাগান সব ডুবে গেছে।’
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে, সাধারণত বর্ষাকাল শেষ হয়ে যেত কিন্তু আবহাওয়া বিভাগ শিগগিরই দশম বর্ষাকাল আসার পূর্বাভাস দিচ্ছিল।’
একটি নতুন গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি পাকিস্তানে এই বছর বিশ্ব উষ্ণায়নের ফলে মৌসুমি বৃষ্টিপাত আরও খারাপ হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মুষলধারে বৃষ্টিপাত এবং মেঘ ভাঙা বৃষ্টির কারণে উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।