কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারী ছড়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রহিমা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের আবদার আলীর স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বড়িতে বিদ্যুত লাইনের ছিড়ে যাওয়া তার সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন রহিমা বেগম।
এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জা (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 




















