ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

অলিম্পিকে আজ রয়েছে যেসব খেলা

ক্রীড়া ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের পদকের লড়াই। প্রথম দিন নিষ্পত্তি হয়েছে ১১টি স্বর্ণপদকের। যেগুলো জিতেছে ৯টি ভিন্ন দেশ। সবচেয়ে বেশি তিনটি গোল্ড মেডেল জিতে প্রথম দিনেই পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে গত তিন আসরের সর্বোচ্চ স্বর্ণজয়ী দেশ চীন।

আজ (রোববার) অলিম্পিকে রয়েছে অন্তত ১০টি খেলার পদকের লড়াই। এছাড়াও অন্যান্য ইভেন্টে রয়েছে গ্রুপপর্ব, হিট ও প্রিলিমিনারি রাউন্ডের খেলা। ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনার অলিম্পিক দল।

একনজরে দেখে নেয়া যাক আজ যেসব ইভেন্টের পদকের খেলা

আরচারি
নারী দলগত – দুপুর ১.১৫ মিনিট
পুরুষ দলগত – দুপুর ১.৪০ মিনিট

রোড সাইক্লিং
নারীদের রোড রেস – সকাল ১০.০০টা

ডাইভিং
নারীদের ৩ মিটার স্প্রিং বোর্ড – বেলা ১২.০০টা

ফেন্সিং
নারী এককের ফাইনাল – বিকাল ৫.৪৫ মিনিট
পুরুষ এককের ফাইনাল – সন্ধ্যা ৬.১৫ মিনিট

জুডো
নারীদের ৫২ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট
পুরুষদের ৬৬ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট

শ্যুটিং
নারীদের ১০ মিটার এয়ার রাইফেল – সকাল ৮.১৫ মিনিট
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – দুপুর ১২.৩০ মিনিট

স্কেটবোর্ডিং
পুরুষদের স্ট্রিট ফাইনাল – সকাল ৯.২৫ মিনিট

সুইমিং
ফাইনাল – সকাল ৭.০০টা থেকে বিকাল ৫.৪০ মিনিট

তাইকোয়ান্দো
নারীদের ৫৭ কেজি ফাইনাল – বিকাল ৬.০০টা
পুরুষদের ৬৮ কেজি ফাইনাল – সন্ধ্যা ৬.৪৫ মিনিট

ভারোত্তলন
পুরুষদের ৬১ কেজি – দুপুর ১২.৫০ মিনিট
পুরুষদের ৬৭ কেজি – বিকাল ৪.৫০ মিনিট

এছাড়া ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর আইভরি কোস্টের বিপক্ষে নামবে ব্রাজিল। বিকেল ৪.৩০ মিনিটে রয়েছে স্পেন-অস্ট্রেলিয়া ম্যাচ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

অলিম্পিকে আজ রয়েছে যেসব খেলা

আপডেট সময় ১২:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের পদকের লড়াই। প্রথম দিন নিষ্পত্তি হয়েছে ১১টি স্বর্ণপদকের। যেগুলো জিতেছে ৯টি ভিন্ন দেশ। সবচেয়ে বেশি তিনটি গোল্ড মেডেল জিতে প্রথম দিনেই পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে গত তিন আসরের সর্বোচ্চ স্বর্ণজয়ী দেশ চীন।

আজ (রোববার) অলিম্পিকে রয়েছে অন্তত ১০টি খেলার পদকের লড়াই। এছাড়াও অন্যান্য ইভেন্টে রয়েছে গ্রুপপর্ব, হিট ও প্রিলিমিনারি রাউন্ডের খেলা। ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনার অলিম্পিক দল।

একনজরে দেখে নেয়া যাক আজ যেসব ইভেন্টের পদকের খেলা

আরচারি
নারী দলগত – দুপুর ১.১৫ মিনিট
পুরুষ দলগত – দুপুর ১.৪০ মিনিট

রোড সাইক্লিং
নারীদের রোড রেস – সকাল ১০.০০টা

ডাইভিং
নারীদের ৩ মিটার স্প্রিং বোর্ড – বেলা ১২.০০টা

ফেন্সিং
নারী এককের ফাইনাল – বিকাল ৫.৪৫ মিনিট
পুরুষ এককের ফাইনাল – সন্ধ্যা ৬.১৫ মিনিট

জুডো
নারীদের ৫২ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট
পুরুষদের ৬৬ কেজি ফাইনাল – দুপুর ২.০০টা থেকে বিকাল ৪.৫০ মিনিট

শ্যুটিং
নারীদের ১০ মিটার এয়ার রাইফেল – সকাল ৮.১৫ মিনিট
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল – দুপুর ১২.৩০ মিনিট

স্কেটবোর্ডিং
পুরুষদের স্ট্রিট ফাইনাল – সকাল ৯.২৫ মিনিট

সুইমিং
ফাইনাল – সকাল ৭.০০টা থেকে বিকাল ৫.৪০ মিনিট

তাইকোয়ান্দো
নারীদের ৫৭ কেজি ফাইনাল – বিকাল ৬.০০টা
পুরুষদের ৬৮ কেজি ফাইনাল – সন্ধ্যা ৬.৪৫ মিনিট

ভারোত্তলন
পুরুষদের ৬১ কেজি – দুপুর ১২.৫০ মিনিট
পুরুষদের ৬৭ কেজি – বিকাল ৪.৫০ মিনিট

এছাড়া ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর আইভরি কোস্টের বিপক্ষে নামবে ব্রাজিল। বিকেল ৪.৩০ মিনিটে রয়েছে স্পেন-অস্ট্রেলিয়া ম্যাচ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471