ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল নেপাল,দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৪:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৭ Time View

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা ছিল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা তিনটার ফ্লাইটে। কিন্তু দল হোটেলই ছাড়তে পারেনি। ফ্লাইটও বাতিল হয়ে গেছে। নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ ফিরতে পারছেন না জামাল-মিতুলরা।

জানা যায়, বিক্ষুব্ধদের একটি অংশ টিম হোটেলে প্রবেশ করলেও বাংলাদেশ ও নেপাল দলের উপস্থিতির বিষয়টি বুঝে তারা সেখান থেকে বের হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

টিম ম্যানেজার আমের খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিরূপ পরিস্থিতিতে দল নিয়ে এই মুহূর্তে হোটেলেই অবস্থান করছেন তারা।

তিনি জানান, বিক্ষোভকারীরা আমাদের হেটেলের সামনেও জড়ো হয়েছে। এখানে বিক্ষোভ করছে। এ কারণে আমরা হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হতে পারিনি। ফ্লাইট বাতিল হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আজ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো দ্বিতীয় ম্যাচ। কিন্তু কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ।

ট্যাগস

উত্তাল নেপাল,দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা

আপডেট সময় ০৪:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা ছিল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা তিনটার ফ্লাইটে। কিন্তু দল হোটেলই ছাড়তে পারেনি। ফ্লাইটও বাতিল হয়ে গেছে। নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ ফিরতে পারছেন না জামাল-মিতুলরা।

জানা যায়, বিক্ষুব্ধদের একটি অংশ টিম হোটেলে প্রবেশ করলেও বাংলাদেশ ও নেপাল দলের উপস্থিতির বিষয়টি বুঝে তারা সেখান থেকে বের হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

টিম ম্যানেজার আমের খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিরূপ পরিস্থিতিতে দল নিয়ে এই মুহূর্তে হোটেলেই অবস্থান করছেন তারা।

তিনি জানান, বিক্ষোভকারীরা আমাদের হেটেলের সামনেও জড়ো হয়েছে। এখানে বিক্ষোভ করছে। এ কারণে আমরা হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হতে পারিনি। ফ্লাইট বাতিল হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আজ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো দ্বিতীয় ম্যাচ। কিন্তু কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471