ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

হঠাৎ নেচে উঠলেন তাসকিন

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠের ২২ গজে কি শুধু চার ছক্কাই হয়? না, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। স্লেজিং থেকে শুরু করে স্ট্যাম্প তুলে ফেলা কত কাণ্ডই না ঘটে যায় জেন্টলম্যানদের এই খেলাতে।

এবার মাঠে ঘটলো ভিন্ন এক ঘটনা। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে এসে পেসার তাসকিন করে বসলেন একেবারে চমকে দেওয়ার মত ঘটনা।
প্রথম সেশনে মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন এই টাইগার পেসার। হঠাৎ যেন কী হলো তার। ৮৪ ওভারের ৪ নম্বর বলে গিয়ে হঠাৎ নেচে উঠলেন তাসকিন।
অবাক করার মত ঘটনা নয়। এটিই সত্যি। তখন বল করছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তার করা ৮৪ ওভারের চতুর্থ বলটায় ব্যাট না লাগিয়েই চার হাঁকান তাসকিন। মুজারাবানির বল সরাসরি চলে যায় বাউন্ডারির বাইরে। তাতেই আনন্দে আটখানা হয়ে ব্রেক ড্যান্স দিয়ে ওঠেন তাসকিন।

ব্যস, তাতেই ক্ষেপে ওঠেন মুজারাবানি। সহ্য করতে পারেননি তাসকিনের নাচ। ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান তাসকিনের দিকে। আর তাসকিনও কম নন। তিনিও এগিয়ে যান মুজারাবানির দিকে। কিছুক্ষণ দু’জনের মুখোমুখি কথা কাটাকাটি চলে ঠিকই। তবে একটু পরেই আবার স্বাভাবিক হয় সবকিছু।

২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এলিট ক্রিকেটে অভিষেক হয় তাসকিন আহমেদের। এরপর ৭টি টেস্ট খেলেছেন। মূলত তাসকিনের দলে ভূমিকা ফাস্ট বোলার হিসেবে।

তাই দলের প্রয়োজনে ১১, ১০ কিংবা ৯ নম্বর পজিশনে ব্যাটিং নেমেছেন। স্বাভাবিকভাবেই তার কাছে ব্যাটিং প্রত্যাশার কিছুই থাকে না।

এই টেস্ট খেলার আগ পর্যন্ত ৭ টেস্ট খেলে তাসকিনের সংগ্রহ ছিল ৮১ রান। আর ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণিতে তার সর্বোচ্চ ৩৪, লিস্ট ‘এ’তে অপরাজিত ৩৮ আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ অপরাজিত ১৮ রান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

হঠাৎ নেচে উঠলেন তাসকিন

আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠের ২২ গজে কি শুধু চার ছক্কাই হয়? না, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। স্লেজিং থেকে শুরু করে স্ট্যাম্প তুলে ফেলা কত কাণ্ডই না ঘটে যায় জেন্টলম্যানদের এই খেলাতে।

এবার মাঠে ঘটলো ভিন্ন এক ঘটনা। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে এসে পেসার তাসকিন করে বসলেন একেবারে চমকে দেওয়ার মত ঘটনা।
প্রথম সেশনে মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন এই টাইগার পেসার। হঠাৎ যেন কী হলো তার। ৮৪ ওভারের ৪ নম্বর বলে গিয়ে হঠাৎ নেচে উঠলেন তাসকিন।
অবাক করার মত ঘটনা নয়। এটিই সত্যি। তখন বল করছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তার করা ৮৪ ওভারের চতুর্থ বলটায় ব্যাট না লাগিয়েই চার হাঁকান তাসকিন। মুজারাবানির বল সরাসরি চলে যায় বাউন্ডারির বাইরে। তাতেই আনন্দে আটখানা হয়ে ব্রেক ড্যান্স দিয়ে ওঠেন তাসকিন।

ব্যস, তাতেই ক্ষেপে ওঠেন মুজারাবানি। সহ্য করতে পারেননি তাসকিনের নাচ। ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান তাসকিনের দিকে। আর তাসকিনও কম নন। তিনিও এগিয়ে যান মুজারাবানির দিকে। কিছুক্ষণ দু’জনের মুখোমুখি কথা কাটাকাটি চলে ঠিকই। তবে একটু পরেই আবার স্বাভাবিক হয় সবকিছু।

২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এলিট ক্রিকেটে অভিষেক হয় তাসকিন আহমেদের। এরপর ৭টি টেস্ট খেলেছেন। মূলত তাসকিনের দলে ভূমিকা ফাস্ট বোলার হিসেবে।

তাই দলের প্রয়োজনে ১১, ১০ কিংবা ৯ নম্বর পজিশনে ব্যাটিং নেমেছেন। স্বাভাবিকভাবেই তার কাছে ব্যাটিং প্রত্যাশার কিছুই থাকে না।

এই টেস্ট খেলার আগ পর্যন্ত ৭ টেস্ট খেলে তাসকিনের সংগ্রহ ছিল ৮১ রান। আর ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণিতে তার সর্বোচ্চ ৩৪, লিস্ট ‘এ’তে অপরাজিত ৩৮ আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ অপরাজিত ১৮ রান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471