ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠের ২২ গজে কি শুধু চার ছক্কাই হয়? না, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। স্লেজিং থেকে শুরু করে স্ট্যাম্প তুলে ফেলা কত কাণ্ডই না ঘটে যায় জেন্টলম্যানদের এই খেলাতে।
ব্যস, তাতেই ক্ষেপে ওঠেন মুজারাবানি। সহ্য করতে পারেননি তাসকিনের নাচ। ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান তাসকিনের দিকে। আর তাসকিনও কম নন। তিনিও এগিয়ে যান মুজারাবানির দিকে। কিছুক্ষণ দু’জনের মুখোমুখি কথা কাটাকাটি চলে ঠিকই। তবে একটু পরেই আবার স্বাভাবিক হয় সবকিছু।
২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এলিট ক্রিকেটে অভিষেক হয় তাসকিন আহমেদের। এরপর ৭টি টেস্ট খেলেছেন। মূলত তাসকিনের দলে ভূমিকা ফাস্ট বোলার হিসেবে।
তাই দলের প্রয়োজনে ১১, ১০ কিংবা ৯ নম্বর পজিশনে ব্যাটিং নেমেছেন। স্বাভাবিকভাবেই তার কাছে ব্যাটিং প্রত্যাশার কিছুই থাকে না।
এই টেস্ট খেলার আগ পর্যন্ত ৭ টেস্ট খেলে তাসকিনের সংগ্রহ ছিল ৮১ রান। আর ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণিতে তার সর্বোচ্চ ৩৪, লিস্ট ‘এ’তে অপরাজিত ৩৮ আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ অপরাজিত ১৮ রান।