ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার Logo মার্কিন বাণিজ্যে শুল্ক ছাড় পাচ্ছে মিত্র দেশগুলো, ট্রাম্পের নতুন আদেশ Logo বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে Logo নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত Logo বদরুদ্দীন উমর মারা গেছেন Logo একাদশে ভর্তি শুরু আজ,চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত Logo পাকিস্তানে বন্যার্তদের উদ্ধারকারী নৌকা উল্টে ৫জনের মৃত্যু Logo আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি : মোস্তফা Logo সুন্দরবনে অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যুসহ আটক ৬

প্রতিপক্ষের হিংসায় সেচ না দেওয়ায় ৫ বিঘা জমির ফসল বঞ্চিত কৃষক মোসলেম আলী

৫ বিঘা পরিমান জমি থেকে এবার এ ছটাক ধান পাননি শাহনেওয়াজ

স্টাফ রিপোর্টার নওগাঁ: জমির মাঝ দিয়ে ৩ ফুট আকারে ড্রেন দিয়ে সেচ বাণিজ্য করতে না দেওয়ায় ৫ বিঘা পরিমান জমিতে সেচ বন্ধ করায় এবার বোরো মওসুমে ফলণ বঞ্চিত হয়েছেন নওগাঁর  মোসলেম আলী নামের এক কৃষক 

বিষয়টি নিয়ে প্রতিকার চাইতে গিয়ে ডিপ পরিচালনা কারীদের হামলা ও মারপিটের শিকার হয়েছেন তিনি । এ ঘটনায় বিচার চেয়ে আদালতে একটি মামলা করেছেন জমির মালিক মোসলেম আলী   ।

মামলার এজার ও ভুক্তভুগীর অভিযোগে জানা যায়, নওগাঁ সদর উপজেলার চকরাম পুর শিয়াল পাড়া  পিরোজপুর মৌজাধীন মাঠে বোরো চাষের জন্য ৫ বিঘা পরিমান জমিতে প্রস্ততি নিচ্ছিলেন কৃষক মোসলেম । দীর্ঘ দিন ধরে ফসল ফলানো ওই জমির মাঝ দিয়ে স্থানীয় গভীর নলকুপের অপারেটর মাজেদুল ড্রেন নির্মান করে বসে ।

জমির মাঝ বরাবর না করে জমির তলদেশ দিয়ে ড্রেন করার দাবী করে মোসলেম আলী । কিন্ত অপারেটর মাজেদুল জেদ করে বসে তিনি জমির মাঝ দিয়েই ড্রেন করবেন । এ অবস্থায় শান্তিপুর্ন সমাধার জন্য গত ২৬ জানুয়ারী স্থানীয় কালামের দোকানের সামনে বসার দিন ডাকা হয় ।

সেখানে মোসলেম সহ তার দু পত্র মামুনুর রশীদ ও শাহনেওয়াজ যায় । কিন্ত পুর্ব থেকেই মাজেদুল সহ বেশ কিছু লোকজন প্রস্তত রেখে সালিসে কথা বলার আগেই মারপিট শুরু করে । এ সময় মাজেদুল গংদের অতর্কিত হামলায়  শাহ নেওয়াজ ও মামুনুর রহমান মারাত্বত জখম হয় । তাদের বাঁচাতে মমী নামের এক নারী এগিয়ে এলে তাকেও মারপিট করে শ্লীতাহানীর চেষ্টা চালায় মাজেদুলের লোকজন ।  পরে আহত মামুন ও শাহনেওয়াজ কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

চার পাশে জমির ধান হলেও সেচ না দেওয়ায় এভাবেই ফাঁকা পড়ে থাকে মোসলেম আলীর জমি

মোসলেম আলী জানায়, মারপিট সহ জমিতে সেচ নিয়ে পরে তারা আবারো শান্তি পুর্ন সমাধার ডাক দেয় কিন্ত প্রভাবশালী মাজেদুল গংরা তা এড়িয়ে আরো হিংসা বিবাদে জড়ানোর চেষ্টা চালায় । এ দিকে ঘটনার পর নানা ভাবে হুমকি দিতে থাকে মাজেদুল ও তার লোকজন । এ কারণে নিজেদের নিরাপত্তা চেয়ে ১৩ জন কে আসামী করে নওগাঁর ১ নং আমলী আদালতে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে মামলা করে মোসলেম । মামলার বাদি মোসলেম জানান, যাদের আসামী করা হয়েছে তারা নানা অপরাধ কাজে জড়িত । এলাকার মানুষের শান্তি শৃংখলা নষ্ট করতে সব সময় মাজেদুল ইসলাম ধলু, আকবর হোসেন সহ আরো কয়েক জন জোট করে নানা অপরাধে জাড়িয়ে রয়েছেন ।

মামলার বাদি মোসলেম উদ্দিন জানান, যেখানে প্রধানমন্ত্রী বারবার বলেছেন এক ছটাক জমি ফেলে রাখা যাবে না সে অবস্থায় আমার ৫ বিঘা পরিমান জমিতে সেচ না দিয়ে ফসল করতে দিলো না মাজেদুল গংরা । এতে করে তিনি কয়েক লাখ টাকার ফসল বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন ।

ট্যাগস

নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

প্রতিপক্ষের হিংসায় সেচ না দেওয়ায় ৫ বিঘা জমির ফসল বঞ্চিত কৃষক মোসলেম আলী

আপডেট সময় ০৬:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

স্টাফ রিপোর্টার নওগাঁ: জমির মাঝ দিয়ে ৩ ফুট আকারে ড্রেন দিয়ে সেচ বাণিজ্য করতে না দেওয়ায় ৫ বিঘা পরিমান জমিতে সেচ বন্ধ করায় এবার বোরো মওসুমে ফলণ বঞ্চিত হয়েছেন নওগাঁর  মোসলেম আলী নামের এক কৃষক 

বিষয়টি নিয়ে প্রতিকার চাইতে গিয়ে ডিপ পরিচালনা কারীদের হামলা ও মারপিটের শিকার হয়েছেন তিনি । এ ঘটনায় বিচার চেয়ে আদালতে একটি মামলা করেছেন জমির মালিক মোসলেম আলী   ।

মামলার এজার ও ভুক্তভুগীর অভিযোগে জানা যায়, নওগাঁ সদর উপজেলার চকরাম পুর শিয়াল পাড়া  পিরোজপুর মৌজাধীন মাঠে বোরো চাষের জন্য ৫ বিঘা পরিমান জমিতে প্রস্ততি নিচ্ছিলেন কৃষক মোসলেম । দীর্ঘ দিন ধরে ফসল ফলানো ওই জমির মাঝ দিয়ে স্থানীয় গভীর নলকুপের অপারেটর মাজেদুল ড্রেন নির্মান করে বসে ।

জমির মাঝ বরাবর না করে জমির তলদেশ দিয়ে ড্রেন করার দাবী করে মোসলেম আলী । কিন্ত অপারেটর মাজেদুল জেদ করে বসে তিনি জমির মাঝ দিয়েই ড্রেন করবেন । এ অবস্থায় শান্তিপুর্ন সমাধার জন্য গত ২৬ জানুয়ারী স্থানীয় কালামের দোকানের সামনে বসার দিন ডাকা হয় ।

সেখানে মোসলেম সহ তার দু পত্র মামুনুর রশীদ ও শাহনেওয়াজ যায় । কিন্ত পুর্ব থেকেই মাজেদুল সহ বেশ কিছু লোকজন প্রস্তত রেখে সালিসে কথা বলার আগেই মারপিট শুরু করে । এ সময় মাজেদুল গংদের অতর্কিত হামলায়  শাহ নেওয়াজ ও মামুনুর রহমান মারাত্বত জখম হয় । তাদের বাঁচাতে মমী নামের এক নারী এগিয়ে এলে তাকেও মারপিট করে শ্লীতাহানীর চেষ্টা চালায় মাজেদুলের লোকজন ।  পরে আহত মামুন ও শাহনেওয়াজ কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

চার পাশে জমির ধান হলেও সেচ না দেওয়ায় এভাবেই ফাঁকা পড়ে থাকে মোসলেম আলীর জমি

মোসলেম আলী জানায়, মারপিট সহ জমিতে সেচ নিয়ে পরে তারা আবারো শান্তি পুর্ন সমাধার ডাক দেয় কিন্ত প্রভাবশালী মাজেদুল গংরা তা এড়িয়ে আরো হিংসা বিবাদে জড়ানোর চেষ্টা চালায় । এ দিকে ঘটনার পর নানা ভাবে হুমকি দিতে থাকে মাজেদুল ও তার লোকজন । এ কারণে নিজেদের নিরাপত্তা চেয়ে ১৩ জন কে আসামী করে নওগাঁর ১ নং আমলী আদালতে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে মামলা করে মোসলেম । মামলার বাদি মোসলেম জানান, যাদের আসামী করা হয়েছে তারা নানা অপরাধ কাজে জড়িত । এলাকার মানুষের শান্তি শৃংখলা নষ্ট করতে সব সময় মাজেদুল ইসলাম ধলু, আকবর হোসেন সহ আরো কয়েক জন জোট করে নানা অপরাধে জাড়িয়ে রয়েছেন ।

মামলার বাদি মোসলেম উদ্দিন জানান, যেখানে প্রধানমন্ত্রী বারবার বলেছেন এক ছটাক জমি ফেলে রাখা যাবে না সে অবস্থায় আমার ৫ বিঘা পরিমান জমিতে সেচ না দিয়ে ফসল করতে দিলো না মাজেদুল গংরা । এতে করে তিনি কয়েক লাখ টাকার ফসল বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471