ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

বাংলাদেশের টার্গেট ২১১ রান

 

টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। উইকেট হারিয়ে এই বিশাল রান করে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩ উইকেট হারিয়ে এই বিশাল রান করে নিউজিল্যান্ড। জয়ের লক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সবশেষ খবর অনুযায়ী ১০ ভোর শেষে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে টাইগাররা। মাঠে ব্যাট করছেন আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশকে জিততে হলে লাগবে ৫৪ বলে ১৩০ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচে কিউইদের হয়ে অধিনায়কত্ব করছেন পেসার টিম সাউদি। এখন পর্যন্ত সফরে জয়শূন্য বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, তিন ম্যাচ ওয়ান সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তামিমের নেতৃত্বে টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বে দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শুরুতে মাহমুদউল্লাহ বলেন, আমরা বুঝতে পারছি আমাদের যে যোগ্যতা, সেভাবে আমরা খেলতে পারিনি (ওয়ানডেতে)।

অবশ্যই ভুলগুলো মাথায় রাখতে হবে, যাতে সেগুলো থেকে শিখতে পারি, তবে ফলাফলটা (ওয়ানডে সিরিজের) ভুলে যেতে হবে। এখানে জয়ের বিকল্প কিছু নেই। আপনি যদি নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে চান, আপনার প্রথার বাইরে ভাবতে হবে। অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা সবাই উন্মুখ।

ফরম্যাটের কারণেই বাংলাদেশের সামনে জয়ের সুযোগ আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড়-ছোট দল বলে কিছু নেই।

র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক বা দশ নম্বর, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো খেলে, এক-দুজন ব্যাটসম্যান দারুণ করে, দল হিসেবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেটা কাজে লাগাতে পারি, কাজে লাগানোর দক্ষতাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারব-এটা আমাদের বিশ্বাস।

বাংলাদেশের একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, আফিস হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

 

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

বাংলাদেশের টার্গেট ২১১ রান

আপডেট সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১

 

টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। উইকেট হারিয়ে এই বিশাল রান করে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩ উইকেট হারিয়ে এই বিশাল রান করে নিউজিল্যান্ড। জয়ের লক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সবশেষ খবর অনুযায়ী ১০ ভোর শেষে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে টাইগাররা। মাঠে ব্যাট করছেন আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশকে জিততে হলে লাগবে ৫৪ বলে ১৩০ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচে কিউইদের হয়ে অধিনায়কত্ব করছেন পেসার টিম সাউদি। এখন পর্যন্ত সফরে জয়শূন্য বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, তিন ম্যাচ ওয়ান সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তামিমের নেতৃত্বে টাইগাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বে দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শুরুতে মাহমুদউল্লাহ বলেন, আমরা বুঝতে পারছি আমাদের যে যোগ্যতা, সেভাবে আমরা খেলতে পারিনি (ওয়ানডেতে)।

অবশ্যই ভুলগুলো মাথায় রাখতে হবে, যাতে সেগুলো থেকে শিখতে পারি, তবে ফলাফলটা (ওয়ানডে সিরিজের) ভুলে যেতে হবে। এখানে জয়ের বিকল্প কিছু নেই। আপনি যদি নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে চান, আপনার প্রথার বাইরে ভাবতে হবে। অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা সবাই উন্মুখ।

ফরম্যাটের কারণেই বাংলাদেশের সামনে জয়ের সুযোগ আছে বলে মনে করেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড়-ছোট দল বলে কিছু নেই।

র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হোক বা দশ নম্বর, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো খেলে, এক-দুজন ব্যাটসম্যান দারুণ করে, দল হিসেবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেটা কাজে লাগাতে পারি, কাজে লাগানোর দক্ষতাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারব-এটা আমাদের বিশ্বাস।

বাংলাদেশের একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, আফিস হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

 

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471