ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

টি-টেন লিগ ম্যাচে রোহান মোস্তফা এ কি করলেন (ভিডিও)

ক্রীড়াডেস্ক:  ক্রিকেটের ফরমেট যত ছোট হচ্ছে, ততই আকর্ষণ বাড়ছে। টেস্টের পর ওয়ানডে, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি। এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ফরমেট টি-টোয়েন্টিই। সেই জায়গা নিতে এসে পড়েছে নতুন আরেক ফরমেট, টি-টেন।

১০ ওভারের জমজমাট লড়াই। এই ফরমেট কি পারবে টি-টোয়েন্টির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যেতে? অনেকেই এই ফরমেট নিয়ে আশাবাদী হলেও বাস্তবতা যেন একটু ভিন্ন।

সংযুক্ত আরব আমিরাত টি-টেন লিগকে জনপ্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৭ সাল থেকে শুরু হয়ে এই ফরমেটে তিনটি টুর্নামেন্ট হয়ে গেছে। আরেকটি চলছে এখন আবুধাবিতে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো বড় বড় তারকারাও খেলছেন এই লিগে।

তবে টুর্নামেন্টে খেলোয়াড়দের গা ছাড়া ভাব, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। সোমবার শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টিম আবুধাবি আর নর্দার্ন ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে রোহান মোস্তফার এক কাণ্ডে সেই প্রশ্ন আবারও মাথাচাড়া দিয়ে ওঠলো।

আরব আমিরাতের হয়ে ৩৯টি ওয়ানডে আর ৪৩টি টি-টোয়েন্টি খেলা ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়টায় নিজের জার্সি পাল্টাচ্ছিলেন। হঠাৎ বল চলে এলে সেটির দিকে দৌড়তে থাকেন খালি গায়েই, যেটি বাউন্ডারি হয়ে যায় চোখের পলকে।

বলটি হয়তো এমনিতেও নাগালে নিতে পারতেন না রোহান মোস্তফা। কিন্তু চেষ্টা তো করতে পারতেন! সেটাও পারেননি জার্সি পাল্টাতে গিয়ে, যা নিয়ে রীতিমত হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়েও।

টিম আবুধাবির ছুড়ে দেয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল নিকোলাস পুরানের দল নর্দার্ন ওয়ারিয়র্স। ম্যাচের এক পর্যায়ে লাইভে দেখা যায়, ব্যাটসম্যান ওয়াসিম মোহাম্মদের জোরে হাঁকানো একটি বল নিমিষেই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে আর সেদিকে ছুটতে যাওয়ার চেষ্টায় থাকা রোহান মোস্তফা খালি গায়ে জার্সি জড়াচ্ছেন। যা দেখে হাসি আটকে রাখতে পারেননি ডাগআউটে বসে থাকা নর্দান অধিনায়ক নিকোলাস পুরানও।

শেষ পর্যন্ত ওই ম্যাচটি ৮ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে রোহানদের দল টিম আবুধাবি। ওয়াসিম মোহাম্মদ ৩৪ বলে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। ফিল্ডিংয়ে হাস্যরস তৈরি করা রোহান বল হাতে দুই ওভার হাত ঘুরিয়ে ২৪ রানে ছিলেন উইকেটশূন্য।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

টি-টেন লিগ ম্যাচে রোহান মোস্তফা এ কি করলেন (ভিডিও)

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

ক্রীড়াডেস্ক:  ক্রিকেটের ফরমেট যত ছোট হচ্ছে, ততই আকর্ষণ বাড়ছে। টেস্টের পর ওয়ানডে, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি। এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ফরমেট টি-টোয়েন্টিই। সেই জায়গা নিতে এসে পড়েছে নতুন আরেক ফরমেট, টি-টেন।

১০ ওভারের জমজমাট লড়াই। এই ফরমেট কি পারবে টি-টোয়েন্টির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যেতে? অনেকেই এই ফরমেট নিয়ে আশাবাদী হলেও বাস্তবতা যেন একটু ভিন্ন।

সংযুক্ত আরব আমিরাত টি-টেন লিগকে জনপ্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৭ সাল থেকে শুরু হয়ে এই ফরমেটে তিনটি টুর্নামেন্ট হয়ে গেছে। আরেকটি চলছে এখন আবুধাবিতে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো বড় বড় তারকারাও খেলছেন এই লিগে।

তবে টুর্নামেন্টে খেলোয়াড়দের গা ছাড়া ভাব, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। সোমবার শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টিম আবুধাবি আর নর্দার্ন ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে রোহান মোস্তফার এক কাণ্ডে সেই প্রশ্ন আবারও মাথাচাড়া দিয়ে ওঠলো।

আরব আমিরাতের হয়ে ৩৯টি ওয়ানডে আর ৪৩টি টি-টোয়েন্টি খেলা ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়টায় নিজের জার্সি পাল্টাচ্ছিলেন। হঠাৎ বল চলে এলে সেটির দিকে দৌড়তে থাকেন খালি গায়েই, যেটি বাউন্ডারি হয়ে যায় চোখের পলকে।

বলটি হয়তো এমনিতেও নাগালে নিতে পারতেন না রোহান মোস্তফা। কিন্তু চেষ্টা তো করতে পারতেন! সেটাও পারেননি জার্সি পাল্টাতে গিয়ে, যা নিয়ে রীতিমত হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়েও।

টিম আবুধাবির ছুড়ে দেয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল নিকোলাস পুরানের দল নর্দার্ন ওয়ারিয়র্স। ম্যাচের এক পর্যায়ে লাইভে দেখা যায়, ব্যাটসম্যান ওয়াসিম মোহাম্মদের জোরে হাঁকানো একটি বল নিমিষেই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে আর সেদিকে ছুটতে যাওয়ার চেষ্টায় থাকা রোহান মোস্তফা খালি গায়ে জার্সি জড়াচ্ছেন। যা দেখে হাসি আটকে রাখতে পারেননি ডাগআউটে বসে থাকা নর্দান অধিনায়ক নিকোলাস পুরানও।

শেষ পর্যন্ত ওই ম্যাচটি ৮ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে রোহানদের দল টিম আবুধাবি। ওয়াসিম মোহাম্মদ ৩৪ বলে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। ফিল্ডিংয়ে হাস্যরস তৈরি করা রোহান বল হাতে দুই ওভার হাত ঘুরিয়ে ২৪ রানে ছিলেন উইকেটশূন্য।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471