ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল সংখ্যা বাড়িয়ে ১০টি: ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক: অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হবে। অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে সেটি।

১০ দলের আইপিএল আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ২০২১ আসর নয়, ১০ দলের আইপিএল দেখা যাবে ২০২২ সাল থেকে।

বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা বেশ তাড়াহুড়ো করা হবে।

এছাড়া ২০২১ সালের আইপিএল আয়োজনে এখন সাড়ে তিন মাসও সময় হাতে নেই। ফলে ধীরে চলার নীতি অবলম্বন করছেন তারা।

বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে ২০২২ আসরের জন্য দুটি ফ্র্যাঞ্চাইজির দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে দল বৃদ্ধি করলে বোর্ডের বড় করে নিলাম আয়োজন করতে হতো। নতুন সিদ্ধান্তের ফলে এখন সেটার দরকার পড়বে না।

এছাড়া আইপিএলের টাইটেল স্বত্ত্ব আবারো বিক্রি করার জন্য যথেষ্ট সময় পাবে বোর্ড। সবমিলিয়ে পরবর্তী আসরে ৮ দল নিয়েই আইপিএল আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর ২০২২ সাল থেকে দেখা যাবে ১০ দলের আইপিএল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল সংখ্যা বাড়িয়ে ১০টি: ভারতীয় ক্রিকেট বোর্ড

আপডেট সময় ০৬:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

ক্রীড়া ডেস্ক: অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হবে। অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে সেটি।

১০ দলের আইপিএল আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ২০২১ আসর নয়, ১০ দলের আইপিএল দেখা যাবে ২০২২ সাল থেকে।

বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা বেশ তাড়াহুড়ো করা হবে।

এছাড়া ২০২১ সালের আইপিএল আয়োজনে এখন সাড়ে তিন মাসও সময় হাতে নেই। ফলে ধীরে চলার নীতি অবলম্বন করছেন তারা।

বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে ২০২২ আসরের জন্য দুটি ফ্র্যাঞ্চাইজির দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে দল বৃদ্ধি করলে বোর্ডের বড় করে নিলাম আয়োজন করতে হতো। নতুন সিদ্ধান্তের ফলে এখন সেটার দরকার পড়বে না।

এছাড়া আইপিএলের টাইটেল স্বত্ত্ব আবারো বিক্রি করার জন্য যথেষ্ট সময় পাবে বোর্ড। সবমিলিয়ে পরবর্তী আসরে ৮ দল নিয়েই আইপিএল আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর ২০২২ সাল থেকে দেখা যাবে ১০ দলের আইপিএল।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471