ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আর মাত্র ১ গোল প্রয়োজন মেসির পেলেকে ছুঁতে

ক্রীড়া ডেস্ক: মাঠের বাইরে যত সমালোচনাই হোক, মাঠে নামলে মেসি ‘মেসি’র মতোই। সব সমালোচনা ভুলে তিনি নিজেকে উজাড় করে দেন দলের জন্য।

যার ধারাবাহিকতায় রোববার রাতেও ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ৭৬ মিনিটে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন।

এই এক গোল দিয়েই দুটি বড় মাইলফলক স্পর্শ করেন বার্সেলোনার অধিনায়ক। বার্সার জার্সি গায়ে দেয়ার পর থেকে এ নিয়ে ৬৪২তম গোল করলেন মেসি।

কোনো নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে একদিন ৬৪৩টি গোল করে ইতিহাস সৃষ্টি করে রেখেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং সর্বকালের সেরা ফুটবলার যাকে বলা হয়, সেই পেলে।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে ৬৪৩ গোল করে রেকর্ডের পাতায় শীর্ষস্থানটা দখল করে রেখেছিলেন তিনি। কিন্তু, রেকর্ড কখনো স্থায়ী হয় না।

কোনো না কোনো সময় এটা ভাঙবেই। লিওনেল মেসির মত আরেক কিংবদন্তি ফুটবলারই সেটা ভাঙতে চলেছেন। আর একটি গোল হলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি।

দুটি হলে তো কথাই নেই, পেলেকে পেছনে ফেলে দেবেন বর্তমান সময়ে গ্রহের সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসি।

অন্য যে রেকর্ডটি গড়েছেন মেসি, সেটাও বার্সার জার্সি গায়ে। তবে সেটা হচ্ছে ‘১০ নাম্বার’ জার্সি গায়ে দিয়ে। অর্থ্যাৎ, ১০ নাম্বার জার্সি যখন থেকে গায়ে তুলেছেন, এরপর থেকে বার্সার হয়ে রোববার লেভান্তের বিপক্ষে গোল দিয়ে ৬০০তম গোল করলেন তিনি। নির্দিষ্ট সংখ্যার জার্সি গায়ে এত গোল আর কেউ এর আগে করতে পারেননি।

বার্সার ৩০ নম্বর জার্সি পরে ৯টি এবং ১৯ নাম্বার জার্সি পরে বাকি ৩৩টি গোল করেছেন মেসি। লেভান্তের বিপক্ষে গোল দিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বার্সার হয়ে ম্যাচের প্রথম গোল হিসেবে মেসির এটি শততম গোল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

আর মাত্র ১ গোল প্রয়োজন মেসির পেলেকে ছুঁতে

আপডেট সময় ০৪:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

ক্রীড়া ডেস্ক: মাঠের বাইরে যত সমালোচনাই হোক, মাঠে নামলে মেসি ‘মেসি’র মতোই। সব সমালোচনা ভুলে তিনি নিজেকে উজাড় করে দেন দলের জন্য।

যার ধারাবাহিকতায় রোববার রাতেও ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ৭৬ মিনিটে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন।

এই এক গোল দিয়েই দুটি বড় মাইলফলক স্পর্শ করেন বার্সেলোনার অধিনায়ক। বার্সার জার্সি গায়ে দেয়ার পর থেকে এ নিয়ে ৬৪২তম গোল করলেন মেসি।

কোনো নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে একদিন ৬৪৩টি গোল করে ইতিহাস সৃষ্টি করে রেখেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং সর্বকালের সেরা ফুটবলার যাকে বলা হয়, সেই পেলে।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে ৬৪৩ গোল করে রেকর্ডের পাতায় শীর্ষস্থানটা দখল করে রেখেছিলেন তিনি। কিন্তু, রেকর্ড কখনো স্থায়ী হয় না।

কোনো না কোনো সময় এটা ভাঙবেই। লিওনেল মেসির মত আরেক কিংবদন্তি ফুটবলারই সেটা ভাঙতে চলেছেন। আর একটি গোল হলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি।

দুটি হলে তো কথাই নেই, পেলেকে পেছনে ফেলে দেবেন বর্তমান সময়ে গ্রহের সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসি।

অন্য যে রেকর্ডটি গড়েছেন মেসি, সেটাও বার্সার জার্সি গায়ে। তবে সেটা হচ্ছে ‘১০ নাম্বার’ জার্সি গায়ে দিয়ে। অর্থ্যাৎ, ১০ নাম্বার জার্সি যখন থেকে গায়ে তুলেছেন, এরপর থেকে বার্সার হয়ে রোববার লেভান্তের বিপক্ষে গোল দিয়ে ৬০০তম গোল করলেন তিনি। নির্দিষ্ট সংখ্যার জার্সি গায়ে এত গোল আর কেউ এর আগে করতে পারেননি।

বার্সার ৩০ নম্বর জার্সি পরে ৯টি এবং ১৯ নাম্বার জার্সি পরে বাকি ৩৩টি গোল করেছেন মেসি। লেভান্তের বিপক্ষে গোল দিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বার্সার হয়ে ম্যাচের প্রথম গোল হিসেবে মেসির এটি শততম গোল।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471