কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কুড়িগ্রাম পৌর টাউন হলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন, আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,
জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সহ সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ জেলা বিএনপি, মৎস্যদল, জিয়া পরিষদ জেলা বিএনপি, যুুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শহীদ জিয়ার রেখে যাওয়া নীতি ও আদর্শের বাস্তবায়ন করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
পরে দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।