ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার Logo মার্কিন বাণিজ্যে শুল্ক ছাড় পাচ্ছে মিত্র দেশগুলো, ট্রাম্পের নতুন আদেশ Logo বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে Logo নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত Logo বদরুদ্দীন উমর মারা গেছেন Logo একাদশে ভর্তি শুরু আজ,চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত Logo পাকিস্তানে বন্যার্তদের উদ্ধারকারী নৌকা উল্টে ৫জনের মৃত্যু Logo আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি : মোস্তফা Logo সুন্দরবনে অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যুসহ আটক ৬

করোনা পরিস্থিতিতে নওগাঁর গো-খামারীরা লোকসানে দিশেহারা

খামারে গরু নিয়ে এখন লোকসানের বোঝা টানছে অনেকে

 স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে গড়ে তোলা প্রান্তিক খামারিরা গরু নিয়ে চরম দুঃশ্চিন্তায় আছেন। করোনা ভাইরাসের কারণে হাটে গরু কেনাবেচা বন্ধ । বিক্রি করতে পারছেন না দুধও। ফলে আর্থিক সংকটে গরুর খাবার যোগানে হিমসিম খাচ্ছেন তারা। তবে প্রাণিসম্পদ বিভাগ জানায়, ক্ষতিগ্রস্থ খামারিদের তালিকা করে প্রণোদনা দেয়ার কথা ভাবছে সরকার ।

কোরবানির ঈদকে টার্গেট করে ৩৫টি গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করছেন নওগাঁর চোক দৌলত এলাকার আব্দুল মান্নান । কিন্তু করোনা ভাইরাসের কারণে গরু কেনা বেচার সাথে বন্ধ গরুর দুধ বিক্রিও । এতে আর্থিক সংকটে গরুর খাবার যোগাতে হিমসিম খাচ্ছেন তার মতো প্রান্তিক খামারিরা । বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে গড়ে তোলা এসব খামারিরা এখন বড় ধরণের লোকসানের দুঃশ্চিন্তায় পড়েছেন । খামারীরা বলেন, দুধ বিক্রি হচ্ছে না । এর ফলে খামারের লোকজন কে টাকা পয়সা দেওয়া সম্ভব হচ্ছে না ।

তা ছাড়া গরু দিনে দিনে শুকে যাচ্ছে । খাবার দিতে পারছি না । আসছে কোরবানির ঈদে গরু সংকট দূর করতে ক্ষুদ্র প্রান্তিক এসব গো-খামারিদের রক্ষায় এগিয়ে আসার আহবান খামার মালিক সমিতির।

গরুর দুধও বিক্রি হচ্ছে না এতে দু:চিন্তায় খামারীরা

জেলা ডেইরি ও গো-খামার মালিক সমিতি, সভাপতি সট: মো: ওয়াজেদ আলী বলেন, এ অবস্থায় আমাদের সহযোগিতা করা না হলে আসছে কোরবানী ঈদে গরুর সংকটে পড়তে হবে ।

ক্ষতিগ্রস্থ গো-খামারিদের তালিকা করে সরকার প্রণোদনা দেয়ার কথা ভাবছে বলে জানান  জেলা প্রাণি সম্পদের এ কর্মকর্তা  মো হেলাল খাঁন, প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, বাণিজ্যিকভাবে গড়ে তোলা ছোট বড় ৩০ হাজার গো -খামারে প্রায় ৩ লাখ গরু প্রতিপালন করা হচ্ছে জেলায় ।

ট্যাগস

নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

করোনা পরিস্থিতিতে নওগাঁর গো-খামারীরা লোকসানে দিশেহারা

আপডেট সময় ০১:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

 স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে গড়ে তোলা প্রান্তিক খামারিরা গরু নিয়ে চরম দুঃশ্চিন্তায় আছেন। করোনা ভাইরাসের কারণে হাটে গরু কেনাবেচা বন্ধ । বিক্রি করতে পারছেন না দুধও। ফলে আর্থিক সংকটে গরুর খাবার যোগানে হিমসিম খাচ্ছেন তারা। তবে প্রাণিসম্পদ বিভাগ জানায়, ক্ষতিগ্রস্থ খামারিদের তালিকা করে প্রণোদনা দেয়ার কথা ভাবছে সরকার ।

কোরবানির ঈদকে টার্গেট করে ৩৫টি গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করছেন নওগাঁর চোক দৌলত এলাকার আব্দুল মান্নান । কিন্তু করোনা ভাইরাসের কারণে গরু কেনা বেচার সাথে বন্ধ গরুর দুধ বিক্রিও । এতে আর্থিক সংকটে গরুর খাবার যোগাতে হিমসিম খাচ্ছেন তার মতো প্রান্তিক খামারিরা । বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে গড়ে তোলা এসব খামারিরা এখন বড় ধরণের লোকসানের দুঃশ্চিন্তায় পড়েছেন । খামারীরা বলেন, দুধ বিক্রি হচ্ছে না । এর ফলে খামারের লোকজন কে টাকা পয়সা দেওয়া সম্ভব হচ্ছে না ।

তা ছাড়া গরু দিনে দিনে শুকে যাচ্ছে । খাবার দিতে পারছি না । আসছে কোরবানির ঈদে গরু সংকট দূর করতে ক্ষুদ্র প্রান্তিক এসব গো-খামারিদের রক্ষায় এগিয়ে আসার আহবান খামার মালিক সমিতির।

গরুর দুধও বিক্রি হচ্ছে না এতে দু:চিন্তায় খামারীরা

জেলা ডেইরি ও গো-খামার মালিক সমিতি, সভাপতি সট: মো: ওয়াজেদ আলী বলেন, এ অবস্থায় আমাদের সহযোগিতা করা না হলে আসছে কোরবানী ঈদে গরুর সংকটে পড়তে হবে ।

ক্ষতিগ্রস্থ গো-খামারিদের তালিকা করে সরকার প্রণোদনা দেয়ার কথা ভাবছে বলে জানান  জেলা প্রাণি সম্পদের এ কর্মকর্তা  মো হেলাল খাঁন, প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, বাণিজ্যিকভাবে গড়ে তোলা ছোট বড় ৩০ হাজার গো -খামারে প্রায় ৩ লাখ গরু প্রতিপালন করা হচ্ছে জেলায় ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471