ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভাইরাস; যুক্তরাজ্যে গর্ভবর্তী নার্সের মৃত্যু

ছবিঃ মেরি আগইয়াপং

আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া গর্ভবতী এক নার্স মারা যাওয়ার আগে সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তার সন্তান সুস্থ আছে বলে জানা যাচ্ছে।

২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করতেন। সেখানেই রবিবার মারা যান তিনি। হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র নার্সদের জানান, যে তার সন্তান ‘খুবই ভালো আছে’, কিন্তু এর বেশি কোনো তথ্য দিতে পারেননি।

৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দু’দিন আগে মিজ আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়। নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। মারা যাওয়া নার্সের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন।

মেরি আগইয়াপং তারা সারাজীবন নার্স হিসেবে উৎসর্গ করেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন তার সাবেক এক সহকর্মী।

রেনাই ম্যাকিনারনে নামের ঐ নারী সোশ্যাল মিডিয়া লেখেন: “সিস্টার মেরির তার জীবন উৎসর্গ করেছেন নার্স হিসেবে। স্বাভাবিকভাবেই তার পরিবারের ভরণপোষণ করা উচিত।”

“মেরির স্বার্থহীন ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে তার পরিবারের জন্য, সামান্য হলেও, এই বিপদের সময় গুরুত্বপূর্ণ সহায়তা করার সময় এখন। বিদায় মেরি।”

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগস

করোনা ভাইরাস; যুক্তরাজ্যে গর্ভবর্তী নার্সের মৃত্যু

আপডেট সময় ০৬:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া গর্ভবতী এক নার্স মারা যাওয়ার আগে সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তার সন্তান সুস্থ আছে বলে জানা যাচ্ছে।

২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করতেন। সেখানেই রবিবার মারা যান তিনি। হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র নার্সদের জানান, যে তার সন্তান ‘খুবই ভালো আছে’, কিন্তু এর বেশি কোনো তথ্য দিতে পারেননি।

৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দু’দিন আগে মিজ আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়। নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। মারা যাওয়া নার্সের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন।

মেরি আগইয়াপং তারা সারাজীবন নার্স হিসেবে উৎসর্গ করেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন তার সাবেক এক সহকর্মী।

রেনাই ম্যাকিনারনে নামের ঐ নারী সোশ্যাল মিডিয়া লেখেন: “সিস্টার মেরির তার জীবন উৎসর্গ করেছেন নার্স হিসেবে। স্বাভাবিকভাবেই তার পরিবারের ভরণপোষণ করা উচিত।”

“মেরির স্বার্থহীন ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে তার পরিবারের জন্য, সামান্য হলেও, এই বিপদের সময় গুরুত্বপূর্ণ সহায়তা করার সময় এখন। বিদায় মেরি।”

সূত্র: বিবিসি বাংলা


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471