ইউক্রেনের মাটিতে নতুন করে রাশিয়ার হামলায় যারপরনাই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সচিবালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনায় রবিবার ট্রাম্প জানিয়ে দিলেন রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা। শুধু তাই নয়, মার্কিন অর্থসচিব হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার থেকে যে দেশ তেল কিনছে তাদের আরও শুল্ক চাপানো হবে। কারও নাম না নিলেও এই হুঁশিয়ারি যে ভারতকে লক্ষ্য করে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে বিরাট হামলা চালিয়েছে রাশিয়া। ৮০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ইউক্রেনের রাজধানীতে। হামলায় ২ জনের মৃত্যুর পাশাপাশি আহত ১৫ জন। দাবি করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই সবচেয়ে বড় হামলা। ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর রাশিয়ার এহেন আক্রমণে যারপরনাই ক্ষুব্দ মাক্ররকিন প্রেসিডেন্ট। রবিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করার সময় এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, আমেরিকা কী নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে? উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ। রশিয়ার উপর নতুন করে বড় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি শুরু হয়েছে।” যদিও ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার উপর সে বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি ট্রাম্পের তরফে।