ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ তারকা নানি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৬০০ Time View

FILE PHOTO: Soccer Football - New Zealand v Portugal - FIFA Confederations Cup Russia 2017 - Group A - Saint Petersburg Stadium, St. Petersburg, Russia - June 24, 2017 Portugal’s Nani celebrates scoring their fourth goal. REUTERS/Grigory Dukor

ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিলেন নানি তখন তারকার অভাব ছিল না স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে। তবে ঠিকই ক্রিস্টিয়ানো রোনালদো-ওয়েইন রুনি-কার্লোস তেভেজদের ভীড়ে নিজের জায়গা পাকাপোক্ত করেন পর্তুগালের সাবেক উইঙ্গার।

সাবেক বলার কারণ আজ সব ধরণের ফুটবলকে বিদায় জানিয়েছেন নানি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।নিজের পুরোনো ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে লড়াই হয়ে থাকল নানির শেষ ম‍্যাচ। ৩৮ বছর বয়সী ন্যানি তার ক্যারিয়ার শুরু করেন স্পোর্তিং সিপিতে। ২০০৭ সালে ম্যানইউর সাবেক লিজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার সঙ্গে চুক্তি করেন। আট বছর পর স্থায়ী চুক্তিকে ফেনারবাখে চলে যান ন্যানি।১৯ বছরের ক্যারিয়ারে ১০টি ক্লাবে খেলেছেন ন্যানি। তুরস্ক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ফুটবলেও পা পড়েছিল তার।

নিজের জন্মস্থানের পাশের শহর এস্ত্রেলা আমাদোরার সঙ্গে এই বছরের শুরুতে চুক্তি করেন তিনি।সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নানি বলেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল।ক্যারিয়ারের উত্থান-পতনে যারা আমাকে সহায়তা ও সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ তারকা নানি

আপডেট সময় ০৫:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিলেন নানি তখন তারকার অভাব ছিল না স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে। তবে ঠিকই ক্রিস্টিয়ানো রোনালদো-ওয়েইন রুনি-কার্লোস তেভেজদের ভীড়ে নিজের জায়গা পাকাপোক্ত করেন পর্তুগালের সাবেক উইঙ্গার।

সাবেক বলার কারণ আজ সব ধরণের ফুটবলকে বিদায় জানিয়েছেন নানি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।নিজের পুরোনো ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে লড়াই হয়ে থাকল নানির শেষ ম‍্যাচ। ৩৮ বছর বয়সী ন্যানি তার ক্যারিয়ার শুরু করেন স্পোর্তিং সিপিতে। ২০০৭ সালে ম্যানইউর সাবেক লিজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার সঙ্গে চুক্তি করেন। আট বছর পর স্থায়ী চুক্তিকে ফেনারবাখে চলে যান ন্যানি।১৯ বছরের ক্যারিয়ারে ১০টি ক্লাবে খেলেছেন ন্যানি। তুরস্ক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ফুটবলেও পা পড়েছিল তার।

নিজের জন্মস্থানের পাশের শহর এস্ত্রেলা আমাদোরার সঙ্গে এই বছরের শুরুতে চুক্তি করেন তিনি।সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নানি বলেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল।ক্যারিয়ারের উত্থান-পতনে যারা আমাকে সহায়তা ও সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই।