খুলনা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক চিশতী মোস্তারী বানুকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে আটক করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে।
নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈয়েমুর ইসলাম জানান, খুলনা সদর থানায় দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে চিশতী মোস্তারী বানুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।