ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

হামজার দুর্দান্ত গোলেও রক্ষা পেল না লেস্টার

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৯৭ Time View

হাডার্সফিল্ড টাউনের মাঠে এক দারুণ আক্রমণ সাজায় লেস্টার সিটি। হামজা চৌধুরির পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন কেসি ম্যাকাটি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বাড়ান গোলমুখে। তবে প্রতিপক্ষের পায়ে লেগে বল ফিরে আসে সেই হামজার কাছেই। বলটিকে তিনি নিখুঁতভাবে নিয়ন্ত্রণে এনে চোখের পলকে জড়ান জালে দুর্দান্ত এক ভলিতে।

দূরের পোস্ট দিয়ে বলটি ঢুকে পড়ে জালে—গোলার মতো ছুটে যাওয়া শটে দলকে এগিয়ে দেন লেস্টারের অধিনায়ক হামজা। তবে তার সেই অসাধারণ গোলটিও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি দলকে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ম্যাচ ড্র হওয়ায়, ক্যারাবাও কাপের প্রথম রাউন্ড থেকেই টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় লেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া সত্ত্বেও এই ম্যাচে ফেভারিট ছিল লেস্টারই। তাই এমন ফল তাদের জন্য হতাশার।

ম্যাচে বলের দখলে ছিল লেস্টারের আধিপত্য—৬০ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। তবে আক্রমণে ছিল স্পষ্ট ছন্দপতন। ১২টি শট নিয়েও মাত্র ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে হাডার্সফিল্ড লক্ষ্যে শট নেয় ৬টি।

প্রথমার্ধে লেস্টার কিছুটা প্রাধান্য দেখালেও গোলের মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে মাঠের ডান দিক থেকে রাইট-ব্যাক হিসেবে খেলতে নামা অধিনায়ক হামজা চৌধুরির গোলেই লিড নেয় তারা। আর্মব্যান্ড পরে খেলতে নামা হামজা এই ক্লাবেরই একাডেমি পণ্য। দশ বছর আগে শুরু করেছিলেন লেস্টারের হয়ে পেশাদার ফুটবলের যাত্রা।

এটি ছিল তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় গোল। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার হিসেবে খেলা হামজার প্রথম গোল এসেছিল ২০২০ সালে, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে দূর থেকে নেওয়া এক দারুণ শটে।

গোলের পাঁচ মিনিট পর, ৬৫তম মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফেরে। তবে তিন মিনিট পরই হ্যারি উইঙ্কস গোল করে আবার লেস্টারকে এগিয়ে নেন। কিন্তু সেই লিডও বেশিক্ষণ স্থায়ী হয়নি—হাডার্সফিল্ড আবারও ম্যাচে ফেরে।

টাইব্রেকারে গিয়েও ভাগ্য সহায় হয়নি লেস্টারের। তাদের দুটি শট ঠেকান হাডার্সফিল্ড গোলকিপার, একটি আবার পোস্টে লেগে ফিরে আসে।

অসাধারণ একটি গোল করেও তাই দিনটি হতাশায় শেষ হয়েছে হামজা চৌধুরি ও তার লেস্টার সিটির জন্য।

ট্যাগস

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

হামজার দুর্দান্ত গোলেও রক্ষা পেল না লেস্টার

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

হাডার্সফিল্ড টাউনের মাঠে এক দারুণ আক্রমণ সাজায় লেস্টার সিটি। হামজা চৌধুরির পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন কেসি ম্যাকাটি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বাড়ান গোলমুখে। তবে প্রতিপক্ষের পায়ে লেগে বল ফিরে আসে সেই হামজার কাছেই। বলটিকে তিনি নিখুঁতভাবে নিয়ন্ত্রণে এনে চোখের পলকে জড়ান জালে দুর্দান্ত এক ভলিতে।

দূরের পোস্ট দিয়ে বলটি ঢুকে পড়ে জালে—গোলার মতো ছুটে যাওয়া শটে দলকে এগিয়ে দেন লেস্টারের অধিনায়ক হামজা। তবে তার সেই অসাধারণ গোলটিও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি দলকে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ম্যাচ ড্র হওয়ায়, ক্যারাবাও কাপের প্রথম রাউন্ড থেকেই টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় লেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া সত্ত্বেও এই ম্যাচে ফেভারিট ছিল লেস্টারই। তাই এমন ফল তাদের জন্য হতাশার।

ম্যাচে বলের দখলে ছিল লেস্টারের আধিপত্য—৬০ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। তবে আক্রমণে ছিল স্পষ্ট ছন্দপতন। ১২টি শট নিয়েও মাত্র ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে হাডার্সফিল্ড লক্ষ্যে শট নেয় ৬টি।

প্রথমার্ধে লেস্টার কিছুটা প্রাধান্য দেখালেও গোলের মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে মাঠের ডান দিক থেকে রাইট-ব্যাক হিসেবে খেলতে নামা অধিনায়ক হামজা চৌধুরির গোলেই লিড নেয় তারা। আর্মব্যান্ড পরে খেলতে নামা হামজা এই ক্লাবেরই একাডেমি পণ্য। দশ বছর আগে শুরু করেছিলেন লেস্টারের হয়ে পেশাদার ফুটবলের যাত্রা।

এটি ছিল তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় গোল। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার হিসেবে খেলা হামজার প্রথম গোল এসেছিল ২০২০ সালে, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে দূর থেকে নেওয়া এক দারুণ শটে।

গোলের পাঁচ মিনিট পর, ৬৫তম মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফেরে। তবে তিন মিনিট পরই হ্যারি উইঙ্কস গোল করে আবার লেস্টারকে এগিয়ে নেন। কিন্তু সেই লিডও বেশিক্ষণ স্থায়ী হয়নি—হাডার্সফিল্ড আবারও ম্যাচে ফেরে।

টাইব্রেকারে গিয়েও ভাগ্য সহায় হয়নি লেস্টারের। তাদের দুটি শট ঠেকান হাডার্সফিল্ড গোলকিপার, একটি আবার পোস্টে লেগে ফিরে আসে।

অসাধারণ একটি গোল করেও তাই দিনটি হতাশায় শেষ হয়েছে হামজা চৌধুরি ও তার লেস্টার সিটির জন্য।