ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

সুস্থতার দিকে রনি,কাজে ফিরছেন শিগরিই

  • নিউজ ভিশন টুডে ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

  • Warning: A non-numeric value encountered in /home2/visionnewstoday/public_html/wp-content/themes/template-pro/template-parts/common/single_two.php on line 103
    ৫৮৬ Time View

আবু হেনা রনি

বিনোদন ডেক্স: দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখন আগের মতোই স্বাভাবিক। ভোকালে (কণ্ঠে) কোনো সমস্যা নেই। ফলে শিগগিরই কাজে ফিরতে পারবেন দুই বাংলার জনপ্রিয় এ মুখ।

শুক্রবার দুপুরে এসব কথা জানিয়েছেন আবু হেনা রনির স্ত্রী রুমানা রশিদ সম্পা।তিনি বলেন, রনির অবস্থা এখন ভালো। দুই কাঁধের ব্যান্ডেজ খুলে দিয়েছে। এখন শুধু হাতের তালুতে ব্যান্ডেজটা রয়েছে। চলাফেরা, খাওয়া দাওয়া স্বাভাবিকভাবেই করতে পারছে।কবে নাগাদ কাজে ফিরতে পারবেন রনি, এ প্রশ্নে সম্পা বলেন, খুব তাড়াতাড়িই কাজে ফিরতে পারবে বলে আশা করি। তবে মাসখানেক কিছুটা নিয়মের মধ্যে থাকতে হবে।

সম্পা জানান, আগামী দুএকদিনের মধ্যেই হয়তো ডাক্তাররা ছেড়ে দিতে পারেন। গত ২৪ সেপ্টেম্বর আবু হেনা রনিকে এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়

কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছিল। পরিবার ছাড়া অন্য কোনো পরিদর্শক বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হয়নি। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থাও ছিল না তার। কেবিনের সামনে আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছিল।

পরে সেখান থেকে আবু হেনা রনি, মোশাররফ হোসেন নামে একজনকে এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের শরীরের ১৯ শতাংশ পুড়ে যায়।

ট্যাগস

পত্নীতলায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু মাহিনের প্রাণ

সুস্থতার দিকে রনি,কাজে ফিরছেন শিগরিই

আপডেট সময় ০৮:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেক্স: দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখন আগের মতোই স্বাভাবিক। ভোকালে (কণ্ঠে) কোনো সমস্যা নেই। ফলে শিগগিরই কাজে ফিরতে পারবেন দুই বাংলার জনপ্রিয় এ মুখ।

শুক্রবার দুপুরে এসব কথা জানিয়েছেন আবু হেনা রনির স্ত্রী রুমানা রশিদ সম্পা।তিনি বলেন, রনির অবস্থা এখন ভালো। দুই কাঁধের ব্যান্ডেজ খুলে দিয়েছে। এখন শুধু হাতের তালুতে ব্যান্ডেজটা রয়েছে। চলাফেরা, খাওয়া দাওয়া স্বাভাবিকভাবেই করতে পারছে।কবে নাগাদ কাজে ফিরতে পারবেন রনি, এ প্রশ্নে সম্পা বলেন, খুব তাড়াতাড়িই কাজে ফিরতে পারবে বলে আশা করি। তবে মাসখানেক কিছুটা নিয়মের মধ্যে থাকতে হবে।

সম্পা জানান, আগামী দুএকদিনের মধ্যেই হয়তো ডাক্তাররা ছেড়ে দিতে পারেন। গত ২৪ সেপ্টেম্বর আবু হেনা রনিকে এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়

কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছিল। পরিবার ছাড়া অন্য কোনো পরিদর্শক বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হয়নি। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থাও ছিল না তার। কেবিনের সামনে আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছিল।

পরে সেখান থেকে আবু হেনা রনি, মোশাররফ হোসেন নামে একজনকে এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এর মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের শরীরের ১৯ শতাংশ পুড়ে যায়।