সামনেই মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে সেই ছবিটি। স্কাই ফোর্স ছবিটিতে দেখা যাবে ভারতের প্রথম এবং সব থেকে ভয়ানক এয়ার স্ট্রাইকের কথা। সম্প্রতি সেই ছবির ট্রেলার লঞ্চ হলো। সেখানে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অভিনেতা বললেন ২০২৪ সালে বক্স অফিসে তার পরপর ফ্লপ ছবি নিয়ে।
বক্স অফিসে তার ছবি লাগাতার ফ্লপ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, এটি তো প্রথমবারের জন্য হলো না। কিন্তু এখানে সব থেকে ভালো জিনিস হলো— তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটিই বলি। তিনি বলেন, কেউ যদি আমার সঙ্গে এটি নিয়ে কথা বলেন, আমি তাকেও সেটিই বলি— কঠিন পরিশ্রম করে যাও।৩৩ বছরের গোটা ক্যারিয়ার কেটেছে কঠিন পরিশ্রম করেই। আর সেটি করেই তিনি বক্স অফিসে যে খরা চলছে, তার ছবিতে সেটি কাটাবেন বলেই স্থির করেছেন।
বক্স অফিসে তার ছবি লাগাতার ফ্লপ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, এটি তো প্রথমবারের জন্য হলো না। কিন্তু এখানে সব থেকে ভালো জিনিস হলো— তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটিই বলি। তিনি বলেন, কেউ যদি আমার সঙ্গে এটি নিয়ে কথা বলেন, আমি তাকেও সেটিই বলি— কঠিন পরিশ্রম করে যাও।
৩৩ বছরের গোটা ক্যারিয়ার কেটেছে কঠিন পরিশ্রম করেই। আর সেটি করেই তিনি বক্স অফিসে যে খরা চলছে, তার ছবিতে সেটি কাটাবেন বলেই স্থির করেছেন।এ অভিনেতা আরও বলেন, অনেকেই তাকে বছরে একটা বা বড় জোর দুটো ছবি করার পরামর্শ দিয়েছেন।
কিন্তু আমি যদি কাজ করতে পারি, তাহলে আমি কেন করব না? আমার গোটা ক্যারিয়ার তো সেটির ওপরেই তৈরি। খিলাড়িখ্যাত এ অভিনেতা বলেন, অনেকেই আমায় বলেছে— কন্টেন্ট দেখে ছবি না করার কথা। কিন্তু আমি সেটা ছাড়তে পারব না। আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই। অক্ষয় বলেন, তিনি সরফিরা ছবিটিকে নিয়ে গর্বিত, সে যতই বক্স অফিসে না চলুক। এ ছবিটি তামিল ছবি সুরারাই পত্রু। আমি এখনো বলব— সরফিরা আমার অন্যতম সেরা ছবি।