বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।পুলিশ ঘাতক পিক-আপসহ চালককে আটক করেছে।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন (৬১) ও তার স্ত্রী রেহেনা বেগম মুন্নি (৫৫)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায়।
জাহাঙ্গীর হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চড়ে মোংলা আসছিল। জাহাঙ্গীর হোসেন মোংলা বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারি বলে পুলিশ জানায়।
আটক পিক-আপ চালকের নাম চান্দু মিয়ার (৪২) বাড়ি যশোর জেলায় বলে পুলিশ জানায়।বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মোটরসাইকেল চড়ে স্বামী-স্ত্রী খুলনার দিক থেকে মোংলায় যাচ্ছিলেন।
পথিমধ্যে রামপালের বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে মোংলা থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ঘটনাস্থলে ওই নারী নিহত হয় এবং তার স্বামীকে রামপাল ঝনঝনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পিক-আপটি জব্ধ করে। এসময় আটক করা হয় ওই পিকআপ চালককে। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।