ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড Logo গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী Logo ১৫ আগস্টের পোস্ট নিয়ে মুখ খুললেন শাকিব খান Logo মেসির সঙ্গেই অবসর নিতে চান সুয়ারেজ Logo স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা Logo মুখোমুখি নেতানিয়াহু–আলবানিজ; ইসরায়েল-অস্ট্রেলিয়া সম্পর্কের উত্তেজনা Logo বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তা

বগুড়ায় বাসের ধাক্কায় ২ ভাই নিহত, আহত ৩

বগুড়া জেলার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই মারা গেছেন। এতে আহত হন নিহতদের দুই মামাসহ তিনজন।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকাশ নামে একজন নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

ট্যাগস

নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস

বগুড়ায় বাসের ধাক্কায় ২ ভাই নিহত, আহত ৩

আপডেট সময় ১২:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বগুড়া জেলার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই মারা গেছেন। এতে আহত হন নিহতদের দুই মামাসহ তিনজন।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকাশ নামে একজন নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।