ডেক্স রিপোর্ট : পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ‘শেখ রাসেল সেনানিবাসের’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস।
পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।
এই সেনানিবাসের কারণে পদ্মাসেতুর নিরাপত্তার পাশাপাশি পদ্মার দুই পাড়ের মানুষের জীবন মানের উন্নয়ন হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।