ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২ Logo ‘ইনসাফ’-এ জুটি বাঁধছেন রাজ-ফারিণ Logo সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল Logo বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ Logo কুমিল্লায় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ১০ Logo বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল কয়েকজন ভারতীয় Logo নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা Logo র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা Logo লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননা বা ব্লাসফেমির দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোরআন সম্পর্কে অবমাননাকর পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অভিযুক্তের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের দিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ইসলাম কিংবা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে কর্তৃপক্ষ কখনো এ ধরনের শাস্তি কার্যকর করেনি।

রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ‘ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধে কাউকে রেহাই দেওয়ার সুযোগ নেই।’

মৃত্যুদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও ধার্য করেছেন এই বিচারক। এ ছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি।

আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, ‘এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়, তা আদালত উপেক্ষা করেছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে।’

১৯৮০ সাল থেকে পাকিস্তানে ব্লাসফেমি আইন চালু রয়েছে। তখন থেকেই পাকিস্তানের মানুষেরা ইসলাম অবমাননা, ধর্মগ্রন্থের অবমাননা বা মসজিদের দেয়ালে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তবে সমালোচকেরা বলছেন, আইনটি বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত ফায়দা হাসিলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

ট্যাগস

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ধর্ম অবমাননা বা ব্লাসফেমির দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোরআন সম্পর্কে অবমাননাকর পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অভিযুক্তের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের দিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ইসলাম কিংবা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে কর্তৃপক্ষ কখনো এ ধরনের শাস্তি কার্যকর করেনি।

রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ‘ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধে কাউকে রেহাই দেওয়ার সুযোগ নেই।’

মৃত্যুদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও ধার্য করেছেন এই বিচারক। এ ছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি।

আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, ‘এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়, তা আদালত উপেক্ষা করেছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে।’

১৯৮০ সাল থেকে পাকিস্তানে ব্লাসফেমি আইন চালু রয়েছে। তখন থেকেই পাকিস্তানের মানুষেরা ইসলাম অবমাননা, ধর্মগ্রন্থের অবমাননা বা মসজিদের দেয়ালে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তবে সমালোচকেরা বলছেন, আইনটি বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত ফায়দা হাসিলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।