ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২ Logo ‘ইনসাফ’-এ জুটি বাঁধছেন রাজ-ফারিণ Logo সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল Logo বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ Logo কুমিল্লায় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ১০ Logo বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল কয়েকজন ভারতীয় Logo নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা Logo র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা Logo লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

প্রান্তিক খামারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধের নতুন পণ্যের জাত উদ্ভাবন ও বাজার তৈরী বিষয়ে নওগাঁয় উদ্যাক্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা হয়েছে । দু দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ।

নওগাঁর মশরপুরে ফন্টেরী ডেইরী হাব এন্ড ভিএমসিসি কার্যালয়ে অনুষ্টিত কর্মশালায় ১০ জন নতুন উদ্যাক্তাদের দুগ্ধজাত পণ্যের তৈরী বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে  এ্যামবাসী অফ ডেনমার্ক ও ইফাদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্টিত এ প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ের ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের তাছরোভা সুলতানা, ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের অপর শিক্ষার্থী শাহরিয়ার আদিব, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার,প্রজেক্ট ম্যানেজার, আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ মাহমুদ কবীর,ভিসিএফ (ডেয়রি), আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ আল ইমাম,ভিসিএফ (মিট), আরএমটিপি প্রজেক্ট,মোঃ নুরুল আমিন,ভিসিএফ (ফার্ম ম্যাকানাইজেশন), আরএমটিপি প্রজেক্ট,মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।
দু দিন ব্যাপী এ কর্মশালায় অংশ নেওয়া উদ্যক্তারা সার্বিক বিষয়ে ভুয়শী প্রসংশা করেন ।

ট্যাগস

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

আপডেট সময় ০৮:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

প্রান্তিক খামারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধের নতুন পণ্যের জাত উদ্ভাবন ও বাজার তৈরী বিষয়ে নওগাঁয় উদ্যাক্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা হয়েছে । দু দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ।

নওগাঁর মশরপুরে ফন্টেরী ডেইরী হাব এন্ড ভিএমসিসি কার্যালয়ে অনুষ্টিত কর্মশালায় ১০ জন নতুন উদ্যাক্তাদের দুগ্ধজাত পণ্যের তৈরী বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে  এ্যামবাসী অফ ডেনমার্ক ও ইফাদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্টিত এ প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ের ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের তাছরোভা সুলতানা, ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের অপর শিক্ষার্থী শাহরিয়ার আদিব, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার,প্রজেক্ট ম্যানেজার, আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ মাহমুদ কবীর,ভিসিএফ (ডেয়রি), আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ আল ইমাম,ভিসিএফ (মিট), আরএমটিপি প্রজেক্ট,মোঃ নুরুল আমিন,ভিসিএফ (ফার্ম ম্যাকানাইজেশন), আরএমটিপি প্রজেক্ট,মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।
দু দিন ব্যাপী এ কর্মশালায় অংশ নেওয়া উদ্যক্তারা সার্বিক বিষয়ে ভুয়শী প্রসংশা করেন ।