ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে তিরুচানুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বাসটি। রোববার (২৭ মার্চ) ভোরবেলা বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেয়া যাবে না তাই রাতেই বাস নিয়ে রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। মধ্যরাতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তাদের ভেতর থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলেও জানা যায়।
তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে চালকের অবহেলার কারণে বাসটি পাহাড় থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।