রাজাপুর প্রতিনিধি : বরিশাল-পিরোজপুর মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার মোবারককাঠি নামক স্থানে পিরোজপুরগামী যাত্রিবাহী বাস ও বরিশালগামী শ্রমিক বোঝাই পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার দুলাল খান (৫৮) নিহত সহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা বাস যাত্রী মোছা: নুরভানু পা বিচ্ছিন্ন অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরন করা হলে রাত তিন ঘটিকায় তার মৃত্যু হয়।
মৃত মোছা: নুরভানু (৭০) পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোটচত্রা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। আহত অন্যদের মধ্যে ৮ জনকে রাজাপুর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও রেডক্রিসেন্টের সদস্যরা হাসপাতালের জরুরি চিকিৎসা সেবায় সহযোগীতা করতে যোগ দেন। ঘটনাস্থল সহ হাসপাতালে আহতদের খোজ খবর নিতে ছুটে আসেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তারা।