ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হালুয়াঘাটে ট্রলি উল্টে প্রাল গেল দুই শ্রমিকের

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে মিকচার মেশিন বোঝাই ট্রলি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- উপজেলার সরচাপুর গ্রামের হারুন (৬৫) ও হবি (৩৫)।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখলা এলাকায় এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আট থেকে ১০ জন নির্মাণ শ্রমিক কাজ করতে ট্রলিতে করে মিকচার মেশিন নিয়ে আসছিলেন। তারা ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ইটাখলায় পৌঁছাতেই ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

হালুয়াঘাটে ট্রলি উল্টে প্রাল গেল দুই শ্রমিকের

আপডেট সময় ১২:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে মিকচার মেশিন বোঝাই ট্রলি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- উপজেলার সরচাপুর গ্রামের হারুন (৬৫) ও হবি (৩৫)।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখলা এলাকায় এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আট থেকে ১০ জন নির্মাণ শ্রমিক কাজ করতে ট্রলিতে করে মিকচার মেশিন নিয়ে আসছিলেন। তারা ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ইটাখলায় পৌঁছাতেই ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।