আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের অন্তত দুই শ’ ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রতি ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। শনিবার মার্কিন এক সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থার বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে খবর প্রকাশ করা হয়।
কাসেয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে প্রতিষ্ঠানটি আগে থেকে এক তদন্ত করছিল।
কাসেয়ার ওয়েবসাইটের তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির ১০টির বেশি দেশে ১০ হাজারের বেশি গ্রাহক রয়েছেন।
কায়েসার বিবৃতিতে বলা হয়, হামলার ফলে অল্প কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হ্যানট্রেস ল্যাবস জানায়, দুই শ’র বেশি প্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
হানট্রেস ল্যাবস আরও বলছে, রেভিল নামে রাশিয়ার এক সাইবার হ্যাকার গ্রুপ এই হামলার সাথে জড়িত বলে তারা মনে করছে।
তারা মনে করছে এই হামলার সঙ্গে রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা জড়িত রয়েছে।
সূত্র : বিবিসি