ডেক্স রিপোর্ট :বিশেষ ক্ষমতা আইনে সিলেট জকিগঞ্জ উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাসউদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার (৩০ এপ্রিল) দিকে তাকে জকিগঞ্জ উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে এই হেফাজত নেতাকে গ্রেফতার করা হয়।
সদ্য বিলুপ্ত হওয়া হেফজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ১৯ এপ্রিল ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা।
ওই ঘটনায় ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে ১৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আটক আটজনকেও ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি কি না? জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।