ডেক্স রিপোর্ট : চলমান মহামারি করোনাভাইরাসকে পরাজিত করে বাড়ি ফিরেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
গত ১৯ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হয় মনমোহন সিংয়ের। এরপর তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। মাত্র ১০ দিনেই বৃহস্পতিবার (২৯ এপ্রিল) করোনামুক্ত হন তিনি।
করোনাভাইরাসের টিকা নিয়েও এ ভাইরাসে আক্রান্ত হন মনমোহন সিং।ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী করোনা পজেটিভ রিপোর্ট আসার পরপরই উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশটির রাজনৈতিক মহলে।
কংগ্রেস নেতা-নেত্রীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনমোহনের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।
সূত্র: এনডিটিভি।