প্রযুক্তি ডেক্সঃ নিজেদের নতুন ফোল্ডএবল স্মার্টফোন মেট এক্স২ নিয়ে এসেছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ২০১৯ সালে ফোল্ডএবল স্মার্টফোনটির পূর্বসূরী মেট এক্স উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।
ফোল্ডিং সেটটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে– এর ভাঁজের ব্যবধান তুলনামূলক কম।স্মার্টফোন ভাঁজ করার সময় দুই অংশের মাঝখানে যে ব্যবধান, তা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাংয়ের স্মার্টফোনের চেয়েও কম বলে দাবি করেছে চীনা এই টেক জায়েন্ট হূয়াওয়ে।
এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৮০০ ডলার। সুতরাং বলাই যায়, এই সেটটি আনার পেছনে বড় বাজার ধরার বিষয়টি মূখ্য নয়।
এছাড়া বড় বাজেটের এই সেটটি এমন এক সময়ে উন্মোচন হলো, যখন মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের ব্যবসা গুটিয়ে যেতে বসেছে।
প্রতিষ্ঠানটির কনজিউমার ডিভাইস চিফ রিচার্ড ইউ এই সেটটির উন্মোচন উপলক্ষে ভিডিও বার্তা দেন। নানামুখী চাপের মধ্যেও এই সেটটি বাজারে আনা নিঃসন্দেহে চ্যালেঞ্জের বিষয়। এটি তার বক্তব্যেও উঠে এসেছে। তিনি স্বীকার করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।