গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার স্থানীয় সরকারি কলেজ মাঠে বৃক্ষ রোপণ ও রিক্সা চালকদের মাঝে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়।
এ উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ খলিলুর রহমান, বাংলা বিভাগের প্রধান আনোয়ার হোসেন, কবি সরোজ দেব ও সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরিন রেখা।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক ফেরদৌসী জাহান সিদ্দিকা ও সহ-সভাপতি আফরোজা বেগম লুপু।
অতিথিবৃন্দ কলেজ মাঠে বৃক্ষ রোপণ করেন। পরে ২শ’ রিক্সা চালকের মধ্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়।