ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), মৃত ফরিদ কাজীর ছেলে নুরুল হক (২৬) ও সোহরাব রহমানের ছেলে মান্নান মিয়া (২৭)। তাঁরা তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুক, নুরুল ও মান্নান একটি মোটরসাইকেলে করে মাধবপুর উপজেলার গেইটবর শাহাপুর নামক স্থান থেকে মীরনগর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মীরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের তিনজনের মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

আপডেট সময় ০৭:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), মৃত ফরিদ কাজীর ছেলে নুরুল হক (২৬) ও সোহরাব রহমানের ছেলে মান্নান মিয়া (২৭)। তাঁরা তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুক, নুরুল ও মান্নান একটি মোটরসাইকেলে করে মাধবপুর উপজেলার গেইটবর শাহাপুর নামক স্থান থেকে মীরনগর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মীরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের তিনজনের মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।