আন্তর্জাতিক ডেক্সঃ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া করোনাভাইরাসে আক্রান্ত।
শুক্রবার ট্রাম্পকে মেরিল্যান্ডের ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার মধ্যরাতের পর এক টুইটে ট্রাম্প নিজেই তার এবং মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান।
টুইটের ১৭ ঘণ্টার মাথায় শুক্রবার বিকালে প্রেসিডেন্টের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ এ করে হোয়াইট হাউজ থেকে হাসপাতালে যান ট্রাম্প।
বিবিসি জানায়, হোয়াইট হাউজের লন ধরে হেঁটেই হেলিকপ্টারে উঠেছেন ট্রাম্প। তিনি মুখে মাস্ক পরে ছিলেন। সেখানে জড়ো হওয়া সাংবাদিকদের উদ্দেশে তিনি হাত নাড়েন এবং ‘থাম্বস আপ’ করেন, কিন্তু কোনো কথা বলেননি।
তবে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘‘আমার মনে হচ্ছে আমি খুব ভালো আছি। তবে আসলেই সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত হতে কিছু পরীক্ষা করতে হবে।”
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী কয়েদিন ট্রাম্প হাসপাতালে থাকবেন বলে জানান তার প্রেস সচিব।