ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

রংপুরে বাজার থেকে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদ্যপুস্করিণী ইউনিয়নের ওই বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জহুরুল হক পেশায় ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন জহুরুল।

শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে রাখে। শনিবার সকালে স্থানীয় লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

ট্যাগস

বনি আমার প্রেমিক ছিল না,ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা সেন

রংপুরে বাজার থেকে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদ্যপুস্করিণী ইউনিয়নের ওই বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জহুরুল হক পেশায় ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন জহুরুল।

শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে রাখে। শনিবার সকালে স্থানীয় লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।