ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারভবানীপুর বালুপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা (২) ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে ইমন (৮)। উম্মে হাবিবা বাড়ির পাশে পুকুরে এবং ইমন ইটভাটার গর্তের পানিতে ডুবে মারা যায়।

মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে পারভবানীপুর বালুপাড়া গ্রামের বাড়ির পাশে উম্মে হাবিবা খেলা করছিল।

পরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, শিশু ইমন তার সাথীদের সঙ্গে বাড়ির কাছে পরিত্যক্ত ইটভাটার পাশে খেলতে গেলে ডোবায় পড়ে যায়।

পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ইমনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম।

ট্যাগস

বনি আমার প্রেমিক ছিল না,ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা সেন

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারভবানীপুর বালুপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা (২) ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে ইমন (৮)। উম্মে হাবিবা বাড়ির পাশে পুকুরে এবং ইমন ইটভাটার গর্তের পানিতে ডুবে মারা যায়।

মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে পারভবানীপুর বালুপাড়া গ্রামের বাড়ির পাশে উম্মে হাবিবা খেলা করছিল।

পরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, শিশু ইমন তার সাথীদের সঙ্গে বাড়ির কাছে পরিত্যক্ত ইটভাটার পাশে খেলতে গেলে ডোবায় পড়ে যায়।

পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ইমনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম।