ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায় Logo প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন Logo গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা Logo আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ Logo চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন Logo দেশ ক্ষমতা ধরে রাখতেই জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ড: জাতিসংঘ Logo গণমাধ্যম ও ভুক্তভোগী দের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা Logo হত্যা মামলায় নওগাঁর ৫ চেয়ারম্যান সহ ৯ আওয়ামীলীগ নেতা কারাগারে Logo নওগাঁর পত্নীতলায় শেষ সময়ে বোরো চাষে ব্যস্ত চাষিরা

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্কঃ গ্রাম থেকে ঢাকায় এসে বিস্ময়ের সীমানা নেই তাদের। যেদিকেই চোক যায় সেখানেই বিস্ময়। এখানকার মানুষ, ঘরবাড়ি, জীবজন্তু; সবই অন্যরকম। চেনার আমেজে অচেনা হয়ে আছে।

গ্রামের এই সরল মানুষ দুটির কাছে রাজধানী ঢাকাকে মনে হয়, আলাদা একটি দেশ। গ্রাম থেকে শহরে আসা সেই দুই মানুষ হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নতুন এক নাটকে তারা এমন চরিত্রে ধরা দেবেন। নাটকের নাম ‘নির্বাসন’। এখানে তারা দম্পতি। নিশো এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি নিয়ে শহরে আসেন। তারপরই শুরু বিস্মিত হবার পালা।

তাদের ধারণা ছিলো, পৃথিবীর সব মানুষই তাদের মতো! কিন্তু তারা ঢাকায় এসে তাদের সেই ধারণা যে ভুল তার প্রমাণ পেলো। নিশো-মেহজাবীন-

দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন করা হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।

সিএমভি’র ব্যানারে এই গল্পের নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি।

আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে। একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ট্যাগস

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

বিনোদন ডেস্কঃ গ্রাম থেকে ঢাকায় এসে বিস্ময়ের সীমানা নেই তাদের। যেদিকেই চোক যায় সেখানেই বিস্ময়। এখানকার মানুষ, ঘরবাড়ি, জীবজন্তু; সবই অন্যরকম। চেনার আমেজে অচেনা হয়ে আছে।

গ্রামের এই সরল মানুষ দুটির কাছে রাজধানী ঢাকাকে মনে হয়, আলাদা একটি দেশ। গ্রাম থেকে শহরে আসা সেই দুই মানুষ হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নতুন এক নাটকে তারা এমন চরিত্রে ধরা দেবেন। নাটকের নাম ‘নির্বাসন’। এখানে তারা দম্পতি। নিশো এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি নিয়ে শহরে আসেন। তারপরই শুরু বিস্মিত হবার পালা।

তাদের ধারণা ছিলো, পৃথিবীর সব মানুষই তাদের মতো! কিন্তু তারা ঢাকায় এসে তাদের সেই ধারণা যে ভুল তার প্রমাণ পেলো। নিশো-মেহজাবীন-

দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন করা হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।

সিএমভি’র ব্যানারে এই গল্পের নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি।

আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে। একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।