বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে ইসকন। এ ছাড়া তারা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তাই এ রকম সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করছি।
গতকাল বিকালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের ইসলামি তাওহিদি জনতার ওপর স্টিম রোলার চাপিয়ে নিষ্পেষিত করেছিল। ইসলামি জনতা ও আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীর ওপর লাখ লাখ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল। রাতের আঁধারে নির্যাতন করা হয়েছিল। তবে আলেম সমাজ ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দানব সরকার হবে না।
মামুনুল আরও বলেন, বিগত এপ্রিল মাসে ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে হিন্দু অধ্যুষিত এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার সঠিক বিচার হলে গত মঙ্গলবার চট্টগ্রামের আদালত চত্বরে আইনজীবী হত্যার ঘটনা ঘটত না। তিনি আরও বলেন, ‘আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি। তবুও সরকার সজাগ হয়নি। তাই তো এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করার। যদি ইসকনকে আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজই ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।