নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষরা তাদের নিজস্ব সাংস্কৃতিতে নবান্ন উৎসব উদযাপন করেছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বেসরকারী সংস্থার আয়োজনে রজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমীর উপ পরিচালক বেনজামিন টুডু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন।
আরও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। আদিবাসী নেতা যতীন টপ্প, সুবোধ উড়াও প্রমূখ। অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সাংষ্কৃতি তুলে ধরেন সাঁওতাল, উড়াও ও পাহানসহ কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষেরা। তারা ঢোল, মাদল ও কর্তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মুর্ছনায় তাদের নিজস্ব ভাষায় নাচগান পরিবেশন করেন। এ উৎসব দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় করেন। এ সময় বিজয়ী সংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।