ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

দের যুগের সমস্যা সমাধা করলেন মহাদেবপুরের ইউ এন ও মিজানুর (ভিডিও)

উপজেলা ক্যাটিন চত্তরে পাশে ফাঁকা জায়গায় চলছে ধান বেচা কেনা

এম আর রকি : নওগাঁর সব চেয়ে বেশি ধান উৎপাদন এলাকা হিসাবে মহাদেবপুর উপজেলা বেশ আগে থেকেই পরিচিত । আর এ উপজেলায় রয়েছে ছোট বড় প্রায় ৪শ অটো হাসকিং মিল আর অটো রাইচ মিল । ধান চাল নির্ভর এ উপজেলায় ধানের কোন নির্ধারিত হাট নেই । তাই শনিবার আর বুধবার ধান বিকাতে আসা ক্রেতা আর বিক্রেতারা উপজেলার বক চত্তরের সরু সড়ক ব্যবহার করে আসছিল ।

গত প্রায় দের যুগ ধরেই এ কারবারে হাটের দিন চরম ভোগান্তিতে চলে এ বেচা কেনা । অবশেষে এ ভোগান্তির অবসান করলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান । দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে ইউ এন ও মিজানুর রহমানের  নিরন্তর প্রচেষ্টার এ সফতলতায় এলাকার সব শ্রেনী পেশার মানুষের সাধুবাদ পাচ্ছেন তিনি ।

ধানের হাট সড়ানোর পর বক চত্তর সৌন্দর্য ফিরে পায়

শনিবার ও বুধবার এ দুদিন সড়কের উপর ধানের হাট বসায় চরম বেকায়দায় পড়ে ধান বিক্রেতা সহ সাধারন মানুষ । সড়কে যান চলাচল ব্যহত হয় । হাট বারে প্রায় ৮ থেকে ১০ হাজার মন  ধান  সকাল থেকে সন্ধা অবধি চলে বেচা কেনা । ব্যবসায়ীদের সাথে একাধিকবার আলোচনা করে ধানের হাট টি অন্যত্র সরানোর চেষ্টা চালানো হয়েছে বিগত দিনে । কিন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে সহযোগিতা ছিল না । তাই এভাবেই চলে আসছিল ।

এ অবস্থার অবসান ঘটালেন ইউ এন ও মিজানুর রহমান । গেল জুন মাসের ২৬ তারিখে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সড়কের উপর থেকে ধানের হাটটি উপজেলা প্রশাসনের ক্যাটিন চত্তরের ফাঁকা জায়গায় সড়ানো হয় । এতে শনিবার আর বুধবারের তীব্র জ্যাম দুর হয়েছে । এখন সড়কে আর কোন যান জট থাকছে না । উপজেলার কলোনী পাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, হাটের দিন বকের মোড়ে ধানের স্তুপ দেখে মনে হতো না এটা কোন সড়ক । এখন সে পরিস্থিতি নেই । সে সাথে আর যান জট হচ্ছে না ।

মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক  সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী বলেন, আমরা সব সময় ফাঁকা একটি জায়গা চেয়েছি যেখানে ধান কেনা বেচা করা যায় । তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান যথেষ্ট  আন্তরিক  । তিনি বলেন, এখন সড়ক থেকে পাশের ফাঁকা জায়গা দিয়েছেন তিনি ( উপজেলা নির্বাহী অফিসার) এ কারণে ধান কেনা বেচায় স্বস্থি ফিরেছে ।

মহাদেবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু বলেন, আমরা সব সময় চেয়েছি ধান কেনা বেচার জন্য ফাঁকা জায়গায় হাট বসানো হোক । অনেক চেষ্টা করেছি কিন্ত ব্যবসায়ীরা আন্তরিক ছিলনা তাই হয়নি । অবশেষে উপজেলা নির্বাহী অফিসার এ কাজ টি করতে পেরেছেন এ জন্য অশেষ ধন্যবাদ জানাই ।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান  বলেন, মহাদেবপুর বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল ধানের হাট সড়ানো ।আমি স্থানীয় চালকল মালিকদের সাথে কথা বলেছি । সড়কের জ্যাম দুর করা ক্রেতা বিক্রেতা যেন ভাল ভাবে ধান কেনা বেচা করতে পারে সে লক্ষ্য সড়ক থেকে হাট সরিয়ে আপাতত উপজেলা পরিষদের বাম পাশে ফাঁকা জায়গায় করা হয়েছে । তবে চিন্তা করা হচ্ছে ধানের জন্য স্থায়ী কোন জায়গায় হাট বসানোর ।

 

https://www.facebook.com/VisionNews71/videos/3037209206356464/

 

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

দের যুগের সমস্যা সমাধা করলেন মহাদেবপুরের ইউ এন ও মিজানুর (ভিডিও)

আপডেট সময় ০১:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

এম আর রকি : নওগাঁর সব চেয়ে বেশি ধান উৎপাদন এলাকা হিসাবে মহাদেবপুর উপজেলা বেশ আগে থেকেই পরিচিত । আর এ উপজেলায় রয়েছে ছোট বড় প্রায় ৪শ অটো হাসকিং মিল আর অটো রাইচ মিল । ধান চাল নির্ভর এ উপজেলায় ধানের কোন নির্ধারিত হাট নেই । তাই শনিবার আর বুধবার ধান বিকাতে আসা ক্রেতা আর বিক্রেতারা উপজেলার বক চত্তরের সরু সড়ক ব্যবহার করে আসছিল ।

গত প্রায় দের যুগ ধরেই এ কারবারে হাটের দিন চরম ভোগান্তিতে চলে এ বেচা কেনা । অবশেষে এ ভোগান্তির অবসান করলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান । দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে ইউ এন ও মিজানুর রহমানের  নিরন্তর প্রচেষ্টার এ সফতলতায় এলাকার সব শ্রেনী পেশার মানুষের সাধুবাদ পাচ্ছেন তিনি ।

ধানের হাট সড়ানোর পর বক চত্তর সৌন্দর্য ফিরে পায়

শনিবার ও বুধবার এ দুদিন সড়কের উপর ধানের হাট বসায় চরম বেকায়দায় পড়ে ধান বিক্রেতা সহ সাধারন মানুষ । সড়কে যান চলাচল ব্যহত হয় । হাট বারে প্রায় ৮ থেকে ১০ হাজার মন  ধান  সকাল থেকে সন্ধা অবধি চলে বেচা কেনা । ব্যবসায়ীদের সাথে একাধিকবার আলোচনা করে ধানের হাট টি অন্যত্র সরানোর চেষ্টা চালানো হয়েছে বিগত দিনে । কিন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে সহযোগিতা ছিল না । তাই এভাবেই চলে আসছিল ।

এ অবস্থার অবসান ঘটালেন ইউ এন ও মিজানুর রহমান । গেল জুন মাসের ২৬ তারিখে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সড়কের উপর থেকে ধানের হাটটি উপজেলা প্রশাসনের ক্যাটিন চত্তরের ফাঁকা জায়গায় সড়ানো হয় । এতে শনিবার আর বুধবারের তীব্র জ্যাম দুর হয়েছে । এখন সড়কে আর কোন যান জট থাকছে না । উপজেলার কলোনী পাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, হাটের দিন বকের মোড়ে ধানের স্তুপ দেখে মনে হতো না এটা কোন সড়ক । এখন সে পরিস্থিতি নেই । সে সাথে আর যান জট হচ্ছে না ।

মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক  সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী বলেন, আমরা সব সময় ফাঁকা একটি জায়গা চেয়েছি যেখানে ধান কেনা বেচা করা যায় । তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান যথেষ্ট  আন্তরিক  । তিনি বলেন, এখন সড়ক থেকে পাশের ফাঁকা জায়গা দিয়েছেন তিনি ( উপজেলা নির্বাহী অফিসার) এ কারণে ধান কেনা বেচায় স্বস্থি ফিরেছে ।

মহাদেবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু বলেন, আমরা সব সময় চেয়েছি ধান কেনা বেচার জন্য ফাঁকা জায়গায় হাট বসানো হোক । অনেক চেষ্টা করেছি কিন্ত ব্যবসায়ীরা আন্তরিক ছিলনা তাই হয়নি । অবশেষে উপজেলা নির্বাহী অফিসার এ কাজ টি করতে পেরেছেন এ জন্য অশেষ ধন্যবাদ জানাই ।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান  বলেন, মহাদেবপুর বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল ধানের হাট সড়ানো ।আমি স্থানীয় চালকল মালিকদের সাথে কথা বলেছি । সড়কের জ্যাম দুর করা ক্রেতা বিক্রেতা যেন ভাল ভাবে ধান কেনা বেচা করতে পারে সে লক্ষ্য সড়ক থেকে হাট সরিয়ে আপাতত উপজেলা পরিষদের বাম পাশে ফাঁকা জায়গায় করা হয়েছে । তবে চিন্তা করা হচ্ছে ধানের জন্য স্থায়ী কোন জায়গায় হাট বসানোর ।

 

https://www.facebook.com/VisionNews71/videos/3037209206356464/