ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সেবা নিতে আসা রোগীদের অসন্তোষ

 হাসপাতালে আরো তদারকি বাড়ানো হবে- নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্য মন্ত্রীর সামন্ত লাল সেন বলেছেন হাসপাতালগুলোতে তদারকি আরো বাড়ানো হবে। নজরদারির   মাধ্যমে স্বাস্থ্য সেবা আরো বাড়াতে  ।তৃণমূল পর্যায়েও ইনস্পেকশন করা হবে। তবে হাসপাতালের এই নজরদারি কে অভিযান বলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী।                                               রোববার সকালে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষি জীবী স্বাস্থ্যসেবা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপুল মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন তবে অনেকেই ফিরে যান সেব না পেয়ে

এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।বি এম এ সভাপতি ।ডাক্তার মোঃ এহতেসামুল হক চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান ।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয।

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা হাসপাতালে ‘অভিযান’ শব্দটি ব্যবহার করবেন না। আমরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে থাকি। এ সময় কোথায় কী উন্নতি করা দরকার তা দেখা হয়; এটি অভিযান নয়। এ সময় মন্ত্রী বলেন, চিকিৎসকরাই তার বড় অস্ত্র।

ড. সামন্ত লাল সেন বলেন, গ্রামে কাজ করার সুবাদে তিনি সেখানকার অবস্থা সম্পর্কে তিনি অবগত। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা বদলে দেয়া সম্ভব। স্থানীয় হাসপাতালগুলোতে যেসব অস্ত্রোপাচারগুলো করা সম্ভব, সেগুলো সেখানেই করতে হবে। তাহলে স্থানীয় হাসপাতালের ওপর মানুষের আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এদিকে, মন্ত্রীর সফর উপলক্ষে পত্নীতলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। এ সময় চিকিৎসা নিতে আসা অনেকেই চিকিৎসা এবং ওষুধ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই ভিড় ঠেলে চিকিৎসকদের কাছে পৌঁছাতেই পারেনি। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

ট্যাগস

সেবা নিতে আসা রোগীদের অসন্তোষ

 হাসপাতালে আরো তদারকি বাড়ানো হবে- নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

 স্বাস্থ্য মন্ত্রীর সামন্ত লাল সেন বলেছেন হাসপাতালগুলোতে তদারকি আরো বাড়ানো হবে। নজরদারির   মাধ্যমে স্বাস্থ্য সেবা আরো বাড়াতে  ।তৃণমূল পর্যায়েও ইনস্পেকশন করা হবে। তবে হাসপাতালের এই নজরদারি কে অভিযান বলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী।                                               রোববার সকালে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষি জীবী স্বাস্থ্যসেবা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপুল মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন তবে অনেকেই ফিরে যান সেব না পেয়ে

এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।বি এম এ সভাপতি ।ডাক্তার মোঃ এহতেসামুল হক চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান ।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয।

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা হাসপাতালে ‘অভিযান’ শব্দটি ব্যবহার করবেন না। আমরা হাসপাতাল পরিদর্শনে গিয়ে থাকি। এ সময় কোথায় কী উন্নতি করা দরকার তা দেখা হয়; এটি অভিযান নয়। এ সময় মন্ত্রী বলেন, চিকিৎসকরাই তার বড় অস্ত্র।

ড. সামন্ত লাল সেন বলেন, গ্রামে কাজ করার সুবাদে তিনি সেখানকার অবস্থা সম্পর্কে তিনি অবগত। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা বদলে দেয়া সম্ভব। স্থানীয় হাসপাতালগুলোতে যেসব অস্ত্রোপাচারগুলো করা সম্ভব, সেগুলো সেখানেই করতে হবে। তাহলে স্থানীয় হাসপাতালের ওপর মানুষের আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এদিকে, মন্ত্রীর সফর উপলক্ষে পত্নীতলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। এ সময় চিকিৎসা নিতে আসা অনেকেই চিকিৎসা এবং ওষুধ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই ভিড় ঠেলে চিকিৎসকদের কাছে পৌঁছাতেই পারেনি। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।