আন্তর্জাতিক ডেস্কঃ লাইবেরিয়ার পশ্চিমাঞ্চলে অননুমোদিত একটি সোনার খনিতে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার গ্র্যান্ড কেপ মাউন্ট এলাকায় ওই খনি ধসের ঘটনা ঘটে বলে লাইবেরিয়ার সহকারী খনি মন্ত্রী এমানুয়েল সোয়েন ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“২০ থেকে ২৮ বছরের মধ্যে ১৪ জন যুবক রাতে ওই খনিতে গিয়ে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের চেষ্টা চালায়। খনি ধসের ঘটনায় তাদের চারজন আটকা পড়েন; এর মধ্যে দুইজনের মৃত্যু হয়।
বাকি দু’জন আহত হয়েছেন,” বলেছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আর্কিভিগো দো।
গ্র্যান্ড কেপ এলাকার মেয়র এডউইক কোহা এর আগে মঙ্গলবারের খনি ধসের ঘটনায় প্রায় অর্ধশত নিখোঁজ বলে রয়টার্সকে জানিয়েছিলেন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬০ হতে পারে বলে তাৎক্ষণিকভাবে রাষ্ট্র পরিচালিত রেডিওতে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।
উদ্ধার অভিযান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা হতাহতের সংখ্যা ৪ বলে জানান।