ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় Logo নওগাঁয় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানব বন্ধন Logo নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা Logo সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন বেলাল Logo বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হার Logo মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি Logo বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত Logo অন্তর্বর্তী সরকার আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না: জিএম কাদের Logo দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছি,,প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: সারজিস আলম Logo এমএলএসের মৌসুম সেরা খেলোয়াড় লিওনেল মেসি

এবার গুগল স্টেডিয়াতে পাবজি

প্রযুক্তি ডেস্কঃ  গুগলের সাবস্ক্রিপশন-নির্ভর গেইম সেবা স্টেডিয়ায় নাম লিখিয়েছে প্লেয়ার আননোওন’স ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি)।

পাবজি মোবাইল বিনামূ্ল্যের গেইম হলেও, পিসি সংস্করণটি পেতে অর্থ খরচ করতে হয় গেইমারদের।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে, স্টেডিয়া প্রো সদস্যরা গেইমটি বিনামূল্যেই খেলতে পারবেন, সঙ্গে নতুন কোল্ড ফ্রন্ট সিজন পাসও ফ্রি পাবেন।

আর স্টেডিয়া প্রো সদস্য না হলেও ক্ষতি নেই, মূল পাবজি গেইমটি ২৯ ডলার ৯৯ সেন্ট, আর নতুন পাইওনিয়ার সংস্করণটি ৩৯ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে পাবেন আগ্রহীরা।

স্টেডিয়া প্ল্যাটফর্মে মূল গেইমটি কিনলেই সারভাইভর পাস: কোল্ড ফ্রন্ট বিনামূল্যেই পাবেন গেইমাররা। আবার গুগল স্টেডিয়া-এক্সক্লুসিভ স্কিন-ও মিলবে বিনামূল্যে।

এ দিকে, স্টেডিয়াতে নতুন ‘ক্লিক টু প্লে’ ফিচার যোগ করছে গুগল। ওই ফিচারটির বদৌলতে কোনো গেইম লিংকে ক্লিক করেই গেইমার তৎক্ষণাত খেলতে পারবেন গেইমটি। শুধু ইউআরএল-এ ক্লিক করেই ক্লাউড থেকে যাতে গেইম খেলা সম্ভব হয়, সে কাজটি করতে চাচ্ছে গুগল। নতুন ফিচারটি ওই বড় পরিকল্পনারই একটি অংশ।

সামনে স্টেডিয়া প্ল্যাটফর্মে চলে আসার কথা রয়েছে স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার, ম্যাডেন এনএফএল এবং ফিফা’র। এর মধ্যে স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার শরতে, আর ম্যাডেন এনএফএল ও ফিফা আনবে শীতে।গেইমগুলো আনতে ইলেকট্রনিক আর্টসের (ইএ) সঙ্গে জোট বাঁধছে গুগল।

ট্যাগস
সর্বাধিক পঠিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয়

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

এবার গুগল স্টেডিয়াতে পাবজি

আপডেট সময় ০২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

প্রযুক্তি ডেস্কঃ  গুগলের সাবস্ক্রিপশন-নির্ভর গেইম সেবা স্টেডিয়ায় নাম লিখিয়েছে প্লেয়ার আননোওন’স ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি)।

পাবজি মোবাইল বিনামূ্ল্যের গেইম হলেও, পিসি সংস্করণটি পেতে অর্থ খরচ করতে হয় গেইমারদের।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে, স্টেডিয়া প্রো সদস্যরা গেইমটি বিনামূল্যেই খেলতে পারবেন, সঙ্গে নতুন কোল্ড ফ্রন্ট সিজন পাসও ফ্রি পাবেন।

আর স্টেডিয়া প্রো সদস্য না হলেও ক্ষতি নেই, মূল পাবজি গেইমটি ২৯ ডলার ৯৯ সেন্ট, আর নতুন পাইওনিয়ার সংস্করণটি ৩৯ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে পাবেন আগ্রহীরা।

স্টেডিয়া প্ল্যাটফর্মে মূল গেইমটি কিনলেই সারভাইভর পাস: কোল্ড ফ্রন্ট বিনামূল্যেই পাবেন গেইমাররা। আবার গুগল স্টেডিয়া-এক্সক্লুসিভ স্কিন-ও মিলবে বিনামূল্যে।

এ দিকে, স্টেডিয়াতে নতুন ‘ক্লিক টু প্লে’ ফিচার যোগ করছে গুগল। ওই ফিচারটির বদৌলতে কোনো গেইম লিংকে ক্লিক করেই গেইমার তৎক্ষণাত খেলতে পারবেন গেইমটি। শুধু ইউআরএল-এ ক্লিক করেই ক্লাউড থেকে যাতে গেইম খেলা সম্ভব হয়, সে কাজটি করতে চাচ্ছে গুগল। নতুন ফিচারটি ওই বড় পরিকল্পনারই একটি অংশ।

সামনে স্টেডিয়া প্ল্যাটফর্মে চলে আসার কথা রয়েছে স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার, ম্যাডেন এনএফএল এবং ফিফা’র। এর মধ্যে স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার শরতে, আর ম্যাডেন এনএফএল ও ফিফা আনবে শীতে।গেইমগুলো আনতে ইলেকট্রনিক আর্টসের (ইএ) সঙ্গে জোট বাঁধছে গুগল।