আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির মুখে নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে চীনাদের খাদ্যাভ্যাস। সে তালিকায় স্থলজ-জলজ বিষাক্ত থেকে শুরু করে সহজলভ্য, বিরল, বিপন্ন প্রায় সব জাতের প্রাণীই আছে।
কিন্তু, বাছবিচারহীন খাদ্যাভ্যাসের ফলে করোনা ভাইরাসের মতো অনেক কিছুই মানুষের শরীরে প্রবেশ করে জীবন বিপন্ন করে তুলতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।
সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসও চীনের উহান শহরের এক বন্যপ্রাণী বিক্রির বাজার থেকে ছড়িয়ে পড়ে বলে জানায় চীন। এতে করে নতুন করে বিতর্কের মধ্যে পড়ে তাদের খাদ্যাভ্যাস। অবস্থাগতিক দেখে মনে হচ্ছে, চীনারাও ব্যাপারটি আমলে নিয়েছে।
এরই সূত্রে গত সপ্তাহে চীনের প্রথম কোনো অঞ্চল হিসেবে কুকুর খাওয়া নিষিদ্ধ করেছে শেনজেন শহর। শুধু কুকুর নয়, এখন থেকে বিড়ালের মাংস বিক্রিও নিষিদ্ধ এ শহরে।
শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন আগামীতে কুকুরকে ভক্ষণযোগ্য প্রাণীর বদলে পোষা প্রাণী হিসেবে তালিকভুক্ত করতে পারে। দেশটির বন্যপ্রাণী বেচা-কেনা সংক্রান্ত আইনটিও পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে খবরে জানানো হয়।