নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পক্ষ থেকে সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে তৃতীয় দিনের মতো এ কার্যক্রম চালিয়েছে নাসিক। এ দিন ক্লোরিন মিশ্রিত ১০ হাজার লিটার পানির তিনটি, আট হাজার লিটারের দুইটি এবং পাঁচ হাজার ৫০০ লিটারের একটি গাড়ি ছিল কার্যক্রমে।
এর আগে সকালে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন বলেন, আমাদের এ কার্যক্রম আজকে তৃতীয় দিনের মতো পরিচালিত হয়েছে। নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে। নিয়মিত জীবাণুনাশক পানি ছিটানো ও স্প্রে করার কাজ অব্যাহত থাকবে।