পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে করোনা ভাইরাস (কভেড-১৯) প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩ টায় পঞ্চগড় সদর উপজেলার জালাশী ও টুনিরহাট বাজারে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী।
এসময় পঞ্চগড় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ সহ আইনশৃংখলাবাহিনী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সচেতনামুলক লিফলেট বিতরণ কালে পঞ্চগড় সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ গোলাম রব্বানী বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে জনগণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করছি। যাতে এ ব্যাপারে সবাই সচেতন থাকে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যেন দ্রব্য মজুদ ও দ্রবমূল্য বাড়াতে না পারে।
যারা বিদেশ ফেরত ব্যক্তি আছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করছি। কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।