বিনোদন ডেক্স : আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ২০২২ সালের প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে এটি একটি। ভক্তরা বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সবশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায়। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল।
আমিরের সেই বিরতি কাটাবে ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য ফরেস্ট গাম্প’- এর রিমেক। মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। অনেক অপেক্ষার পর সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে।
সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহলের কমতি থাকে না। আমির এবং কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য।
সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিয়েছেন তারকারা? সে নিয়ে ভারতের একটি গণমাধ্যম টেলিচক্কর প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে আমির খান সিনেমাটির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। কারিনা কাপুর খান পেয়েছেন ৮ কোটি রুপ। দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগা চৈতন্য রিতেশ জোশীর চরিত্রে অভিনয় করবেন। এই সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেতা। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৬ কোটি রুপি।
মোনা সিং অভিনেত্রী উদিতা শর্মা চরিত্রে অভিনয়। তিনি তার চরিত্রের জন্য পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি। তিতু ভার্মাকে একজন সংবাদ প্রতিবেদক হিসেবে এ সিনেমায় দেখা যাবে। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৫০ লক্ষ রুপি।