বিনোদন ডেক্স : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছরে উল্লেখযোগ্য বেশকিছু বাংলা সিনেমা দিয়ে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনে জায়গা করে নিয়েছেন।
জয় করেছেন দুই দেশের অনেক স্বীকৃতি ও পুরস্কার। বিভিন্ন উৎসবেও যাচ্ছে তার অভিনীত সিনেমা। সেই সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন জয়া আহসান।
সেই অভিনেত্রী অভিনয় করছেন ইরানি পরিচালকের পরিচালনাধীন একটি সিনেমায়। ছবির নাম ‘ফেরেশতে’। জয়া আহসানের ভাষায় একটি ভালো প্রজেক্ট ‘ফেরেশতে’। ছবিটি নিয়ে প্রথমবার দেশের গণমাধ্যমের মুখোমুখি হলেন এই অভিনেত্রী। গতকাল ২৩ এপ্রিল রাজধানীর একটি রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়া।
সেখানে তিনি জানান, ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আছেন বাংলাদেশের আরও পরিচিত কয়েকজন অভিনেতা। ইরানি নির্মাতার সিনেমা হলেও সিনেমার পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পারবেন দর্শক।
সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসবে ‘ফেরেশতে’ সিনেমায়। তবে নেতিবাচকতা নয়- খুব ইতিবাচকভাবেই গল্পে বিষয়টি তুলে ধরা হবে।
সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতায় কিছু সিনেমার শুট শেষ করে ‘ফেরেশতে’র কাজে ব্যস্ত হয়েছি। তাই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারিনি। ২৫ দিন আমরা ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং করেছি। কাজ করতে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে।’
তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই অভিনেত্রী। তবে জানিয়েছেন, সমাজে সবার খুব কাছের-এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। যে চরিত্রটার দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।
ইরানি সিনেমার যে ঢঙ, সে ঢঙেই নির্মিত হচ্ছে ‘ফেরেশতে’। শুটিং থেকে শুরু করে সবকিছুতেই ইরানি সিনেমার প্রভাব।
ইরানি সিনেমায় জয়া আহসানের যুক্ত হওয়া কীভাবে? এ বিষয়ে জয়া জানান, ‘এখানে অভিনয়ের প্রস্তাব পাই মুমিত আল রশিদের মাধ্যমে। তিনি আমাকে একদিন জানালেন, এই সিনেমাটির কথা। এরপর নির্মাতার সাথে কথা হয়, গল্প সম্পর্কে বিস্তারিত জেনে আমরা সিনেমাটি করতে সম্মত হই।
খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ায় আমরা সিনেমাটির শুটিং করছি। নির্মাতাসহ কলাকুশলীরা তাদের নিজেদের ভাষা (ফারসি) ছাড়া কথা বলেন না। অথচ কী করতে হবে, না করতে হবে- সবই কিন্তু আমরা ঠিকঠাক বুঝে যাচ্ছি। এজন্যই বোধহয় বলে, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে!’
সিনেমা নিয়ে জয়া বলেন, ‘ফেরেশতে’ দর্শককে নতুন কিছু উপহার দিবে। আমরা কিছু কাজ করি জীবনের জন্য, কখনও শিল্পের জন্য। আমি মনে করি, এই সিনেমা আমার জন্য বিশেষ হয়ে থাকবে। আমার প্রোফাইলে কিছু একটা যোগ করবে।
এসময় জয়া নির্মাতা ও সহ-অভিনেতাদেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘নির্মাতার প্রতি কৃতজ্ঞতা এই সিনেমায় তাকে চরিত্র হিসেবে ভাবার জন্য। ‘ফেরেশতে’র চিত্রগ্রাহক বাইরাম ফাজলির। যিনি ইরানিয়ান সিনেমায় শীর্ষ চিত্রগ্রাহকদের একজন। কাজ করেছেন বেশকিছু সমাদৃত সিনেমায়। তার চিত্রগ্রহণে উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে টায়ার্ড, ফ্রম তেহারন টু হেভেন, ডে ব্রেক, লেটারস ইন দ্য উইন্ড এবং নিজের পরিচালিত বিউটিফুল জিন। তার সঙ্গে কাজ করে আমি আনন্দিত। এছাড়াও শব্দগ্রাহক মুখতারি, সিনারিও ম্যানেজমেন্ট আতিয়ে পিরালিকে ধন্যবাদ জানাই আমি।’
‘ফেরেশতে’ কোথায় কবে মুক্তি পাবে? এমন প্রশ্নে নির্মাতা জানান, প্রথমে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। বিশেষ করে ইরানের নামকরা উৎসব ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ দেখানো নির্মাতার প্রধান টার্গেট। এরপর দুই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথাও জানালেন অতাশ জমজম।