চট্টগ্রাম প্রতিনিধি: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে চলমান ধর্মঘটের মধ্যেই চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে রবিবার সকাল থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানান।
তিনি বলেন, ধর্মঘটকে পুঁজি করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। রাস্তাঘাটে প্রাইভেট গাড়ি চলাচলেও বাধা দেওয়া হচ্ছে যেটা আমাদের কর্মসূচির বাইরে।
বেলায়েত হোসেন বলেন, এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি- আগামীকাল সকাল ৬টা থেকে নগরীতে গাড়ি চলাচল করবে। এ ক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
বুধবার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়েছে।
এরপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতি আর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন মালিক-শ্রমিকরা।
ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে দেশের পরিবহন ব্যবস্থা। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভাড়া বাড়ানোর পাশাপাশি বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম।