ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ (৬৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, জমি নিয়ে ছোট ভাই সঙ্গে তার সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্দুলকে মারধর করে গুরুত্বর আহত করেন ছাত্তারসহ তার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আব্দুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ওসি বেলাল হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস

পত্নীতলায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু মাহিনের প্রাণ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৮:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

গাইবান্ধা প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ (৬৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, জমি নিয়ে ছোট ভাই সঙ্গে তার সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্দুলকে মারধর করে গুরুত্বর আহত করেন ছাত্তারসহ তার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আব্দুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ওসি বেলাল হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।